৩০০ কোটির ক্লাবে হৃত্বিক-টাইগার, ২০ দিনেই যুদ্ধ জয়

Published : Oct 21, 2019, 05:50 PM IST
৩০০ কোটির ক্লাবে হৃত্বিক-টাইগার, ২০ দিনেই যুদ্ধ জয়

সংক্ষিপ্ত

ওয়ার ছবি ৩০০ কোটির ক্লাবে মাত্র কুড়ি দিনেই বাজিমাত দুই অভিনেতার বলিউডে সেরা দশ ছবির তালিকায় নাম ওয়ার-এর দিওয়ালিতেও পর্দা দাপাবে দুই তারকা, অনুমান নেটিজেনদের

ছবি মুক্তি পেয়েছে মাত্র ২০ দিন। তারই মাঝে ছক্কা হাকালো ওয়ার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি মুক্তি কয়েকদিনের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছিল। গোটা বিশ্বে এই ছবি মুক্তি পেলেও কেবল বলিউডেই ওয়ার ৩০০ কোটির ক্লাবে নাম লেখালো মাত্র ২০ দিনের মাথায়। নয়া ইতিহাস গড়ার পথে হৃত্বিক-টাইগার অভিনীত এই ছবি।

টাইগার অভিনীত এটিই প্রথম ছবি যা বক্স অফিসে ৩০০ কোটিতে নিজের জায়গা স্থির করে নিয়েছে। এর আগে সর্বাধিক রেকর্ড তৈরি করেছিল ধুম থ্রি ছবি। সেই ছবি মাত্র চার সপ্তাহে তিনশো কোটিতে নাম লিখিয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল ওয়ার। মাত্র কুড়ি দিনেই কেবল বলিউডে একাই রাজত্ব করে ছয় মারলেন হৃত্বিক। 

 

 

২০১৯ এক কথায় হৃত্বিক রোশনের কামব্যাক বছর। একের পর এক হিট তিনি তাঁর ভক্তদের উপহার দিচ্ছেন। সুপার থার্টির পর ওয়ার, দুটি ছবিতেই সকলের নজর কেড়েছেন হৃত্বিক রোশন। চলতি বছর বলিউড বক্স অফিসের জন্যও বেজায় শুভ। অধিকাংশ ছবিই ভালোই সাফল্য অর্জন করছে। ইতিমধ্যেই ওয়ার ছবি বলিউডের সেরা দশ বক্স অফিস কালেকশন ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। যেখানে রয়েছে কেশরী, মিশন মঙ্গল, ভরত, বাহুবলি, প্রভৃতি ছবির নাম। সবে মাত্র ২০ দিন, হৃত্বিক-টাইগার ঝড় এইভাবে বজায় থাকলে দিওয়ালিতেও পর্দায় রাজ করবে ওয়ার। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে