গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২০, সেরার তালিকায় চলচ্চিত্র জগতের কোন কোন তারকা

Published : Jan 06, 2020, 04:28 PM IST
গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২০, সেরার তালিকায় চলচ্চিত্র জগতের কোন কোন তারকা

সংক্ষিপ্ত

গোল্ডেন গ্লোব ২০২০ পুরস্কার বিতরনী অনুষ্ঠান সেরার তালিকায় এবার কারা কোন ছবি সেরা হল কোন কোন তারকা রইলেন সেরার তালিকাতে

গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকাতে এবার চলচ্চিত্র জগত থেকে কোন কোন তারকারা করলেন বাজিমাত, সোমবারই প্রকাশ্যে এল সেই তালিকা। পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে যাঁর সেরার শিরোপা পেলেন তাঁদের মধ্যে মুখ্য কারা, রইল সেই তালিকা। লস অ্যাঞ্জেলেস-এর বেভার্লি হিল্টন হোটেলে এবছর আয়োজন করা হয়েছিল গোল্ড গ্লোব পুরস্কার। এবছরও অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন রিকি গার্ভে। দেখে নেওয়া যাক এবারের বিজয়ীদের তালিকা-

আরও পড়ুনঃ মনের ঘন্টা বাজিয়ে টিকটকে এসেই বাজিমাত অনুপম খেরের, মুহূর্তে ভাইরাল ভিডিও

শ্রেষ্ঠ পরিচালককের পুরস্কার পেলেন (মোশন পিকচার্স বিভাগে) স্যাম মেন্ডিস । 

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন (মোশন পিকচার, ড্রামা বিভাবগে) জোয়াকিন ফিনিক্স (জোকার)।

শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন (মোশন পিকচার, ড্রামা বিভাগে) রেনে জেলওয়েজার (জুডি ছবির জন্যে)।

শ্রেষ্ঠ মোশন পিকচারের পুরস্কার পেল (মিউজিকাল/কমেডি বিভাগে) ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড। 

শ্রেষ্ঠ মোশন পিকচারের পুরস্কার পেল (বিদেশি ভাষা বিভাগে) প্যারাসাইট।

শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেলেন (মোশন পিকচার বিভাগে) তারান্তিনো, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড।

শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন (মোশন পিকচার, মিউজিকাল/কমেডি বিভাগে) অকওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল)।

শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন (মোশন পিকচার,মিউজিকাল/কমেডি)  ট্যারন এজারটন (রকেটম্যান)।

শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)।

শ্রেষ্ঠ সহ অভিনেতা  ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)

শ্রেষ্ঠ মোশন পিকচারের পুরস্কার পেল (অ্যানিমেটেড) মিসিং লিংক।

শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর-এর পুরস্কার পেল (মোশন পিকচার) হিল্ডার গুয়োনাদোত্তির (জোকার)।

শ্রেষ্ঠ অরিজিনাল গানের পুরস্কার পেল আই অ্যাম গনা লাভ মি আগেন (রকেটম্যান)।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?