প্রযোজক করিম মোরানির ছোট মেয়ে জোয়া করোনায় আক্রান্ত। বুধবারই প্রকাশ্যে আসে এই খবর। দুই মেয়ের পর এবার আক্রান্ত হন তাঁর বাবাও। বুধবার রাতেই তাঁকে হাসপাতালে
ভর্তি করা হয়। শরীরে করোনা, ঠিক কেমন অনুভব হচ্ছে, কতটাই বা কষ্ট হচ্ছে, হাসপাতাল থেকে নিজেই জানালেন জোয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শরীরের অবস্থা।
আরও পড়ুনঃ 'এক বিশ্ব, এক যোগে বাড়িতে', বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে শাহরুখ-প্রিয়ঙ্কা
গায়ে রয়েছে জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট রয়েছে। তবে এই কষ্ট সহ্য করে নেওয়া যায়। প্রয়োজন বিশ্রাম। জরম জলই এই সময় ভরসা। তবে নিয়েম মাফিক প্রাণায়ম করছেন জোয়া। তবে খুব কাছ থেকে দেখছেন তিনি ডাক্তার নার্সদের যুদ্ধ। কাছে নেই পরিজনেরা। করোনা রোগীদের আগলে রেখেছেন তাঁরাই। সারাক্ষণ ওই পিপিই পরে থাকতে হচ্ছে ডাক্তারদের। কাছে দেখে দেখে তিনি জানালেন এই কঠিন সময় তাঁরাই প্রকৃত হিরো।
আরও পড়ুনঃ 'লকডাউনে এটাই স্বর্গ', কেন এমন বললেন অভিনেত্রী স্বস্তিকা
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন এখন জোয়া। সেখানে অন্দরমহলের ছবি তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তিনি। বর্তমানে করোনা মোকাবিলায় হাজার হাজার ডাক্তার নার্স করোনা আক্রান্ত। তবুও জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানালেন জোয়া।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস