500 Rupee Note Ban: শীঘ্রই কি বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বিরাট ঘোষণা কেন্দ্রের

Published : Jun 08, 2025, 05:50 PM IST

সমাজমাধ্যমে ৫০০ টাকার নোট বাতিলের খবর ছড়িয়ে পড়ায় কেন্দ্র স্পষ্ট জানিয়েছে এ খবর ভুয়ো। রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও ঘোষণা দেয়নি এবং ৫০০ টাকার নোট বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে।

PREV
110

২০২৬ সাল থেকে বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট। সমাজমাধ্যমে এমনই খবর মিলছে।

210

গত কয়েকদিন ধরেই ইউটিউট থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে বার বার দাবি করা হয়েছে যে শীঘ্রই বাতিল হয়ে যাবে ৫০০ টাকার নোট।

410

পুরনো ৫০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে গিয়ে অনেক ঝক্কি পোহাতে হয়েছিল। তেমনই অনেকের টাকা লস ও গিয়েছিল।

510

ফলে, এমন খবর প্রকাশ্যে আসতে অনেকেরই মধ্যেই ফের চিন্তা শুরু হয়েছে। এবার এই নিয়ে বিশেষ মন্তব্য করল কেন্দ্র।

610

৫০০ টাকার নোট বাতিলের এই দাবি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এমন কোনও ঘোষণাই করা হয়নি।

710

পিআইবি জানিয়েছে, ৫০০ টাকার নোট বাতিলের কও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তা বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে।

810

ভুয়ো খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে পিআইবি-র পক্ষ থেকে।

910

সেখানে লেখা হয়েছে, সব সম সরকারি সূত্র থেকে প্রচারিত খবরের ওপর বিশ্বাস করুন।

1010

অর্থাৎ আপাতত বাতিল হচ্ছে না ৫০০ টাকার নোট। আপাতত তা চলবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

Read more Photos on
click me!

Recommended Stories