নববর্ষ স্পেশাল রেসিপি, উৎসব জমে উঠুক বাড়িতেই, পাতে থাক সৌসি চিকেন টেংরি

  • চিকেনের নতুন নতুন পদ জানা থাকলে, খুব কাজে দেয়
  • খুব কম সময়ে মুখরোচক পদ বানাতে চিকেনে জুরি মেলা ভার
  • একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করে থাকি
  • আজ রইল চিকেনের মশলাদার স্ন্যাকস বা স্টার্টারের রেসিপি

বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। আর বাংলার বিশেষ এই উৎসবের দিনে ভুড়িভোজ হবে না তা কি হয়-

আরও পড়ুন- চিকেনের এই পদ ট্রাই করেছেন কখনও, বাড়িতে বানিয়ে ফেলুন স্পাইসি চিকেন তাওয়া বোটি 

Latest Videos

দেশে মহামারীর এমন জটিল পরিস্থিতিতে পরিবারকেও দিতে হবে স্বাস্থ্যকর খাবার, যাতে বাইরের খাবার খেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে। তাই চটজলদি একটু স্বাদ বদলের জন্য ট্রাই করুন এই পদ। বিরিয়ানি, ফ্রায়েড রাইসের বা এমনি স্টার্টার হিসেবে এই পদের জুড়ি মেলা ভার। তাই দেরি না করে দেখে নিন কিভাবে রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই বানাবেন সৌসি চিকেন টেংরি। দেখে নিন মাস্টার শেফ সঞ্জীব কাপুরের সহজ রেসিপি-

আজ রইল সে রকমই এক রেসিপি যা ছোটরা খুব পছন্দ করবে। আজ রয়েছে চিকেনের একটু অন্য স্বাদের রেসিপি। একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে, বানিয়ে দেখুন এই রেসিপি। এটি বানানো খুবই সহজ। আর খেতেও দারুন। আর চিকেনের নতুন নতুন রেসিপি শিখে রাখাই যায়। তবে আর দেরি না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন সৌসি চিকেন টেংরি বানিয়ে।

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি