যাঁরা ঠাকুমা-দিদিমার বানানো পদ ভালোবাসেন, এই রেসিপি রইল তাঁদের জন্য

  • এই মরসুমে বাজারে নানা ধরনের সবজি পাওয়া যায়
  • পুষ্টিকর সবজির জন্য এই মরশুম উল্লেখযোগ্য
  • এই সময়ে একটু মুখোরচক পদ খেতে বেশ ভালো লাগে
  • আজ রইল চালকুমড়ো পাতার এক বিশেষ বড়া

সারা বছরের মধ্যে এই মরসুমে বাজারে নানা ধরনের সবজি পাওয়া যায়। পুষ্টিকর সবজি খাওয়ার জন্য এই মরশুম সবথেকে উল্লেখযোগ্য। এই সময়ে তাই বিভিন্ন ধরণের শাকসবজি পদ বানিয়ে খাওয়ার জন্য উপযুক্ত। আর এই সময়ে একটু মুখোরচক পদ খেতে বেশ ভালো লাগে। তাই আজ রইল একেবারে অন্য স্বাদের চালকুমড়ো পাতার এক বিশেষ বড়া। গরম গরম ভাতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই পদটি।

আরও পড়ুন- ডিমের এই পদ ট্রাই করেছেন কখনও, একবার বানিয়েই দেখুন

Latest Videos

চালকুমড়ো পাতার বড়া বানাতে লাগবে-

চালকুমড়ো পাতা ৪-৫ টা
১ কাপ বেসন
২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
২ চা চামচ সরষে বাটা
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ হিং
১ চা চামচ মৌরির গুঁড়ো
১ চা চামচ গরম মশলার গুঁড়ো
১ চা চামচ লেবুর রস
পরিমান মত তেল
স্বাদ মতন লবন

আরও পড়ুন- অফিস বা ছোটদের স্কুলের জন্য অনবদ্য এই পদ, রইল ভেজ কিমার রেসিপি

যে ভাবে বানাবেন-

চালকুমড়ো পাতা খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিন। একটি পাত্রে বেসন, লঙ্কার গুঁড়ো, মৌরি, হিং, সামান্য তেল ও লবন সরষে বাটা, জল দিয়ে একটি ময়দা মাখার মত ডো তৈরি করে মিনিট ১৫ রেখে দিন। এই বেসনের ডো-তে যেন কোনও দানা না থাকে। এবারে চালকুমড়ো পাতার উপর একটু মোটা করে বেসনের প্রলেপ দিয়ে ভাঁজ করে নিন। যেমনটা ছবিতে রয়েছে। এরপর একটি পাত্রে জল গরম বসিয়ে তার উপর একটি ঝুড়ি বা ঝাঁঝড়ি ধরনের পাত্র রাখুন। তার উপর এই পাতাগুলি একে একে দিয়ে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিন। এরপর বেসনের পেস্ট এর সঙ্গে পাতাগুলি লেগে গেলে নামিয়ে কেটে নিন। উপর থেকে গরম মশলা ও লবন ছড়িয়ে দিন। ননস্টিক প্যানে তেল গরম করে তাতে একে একে এই পাতাগুলি দিয়ে হালকা করে ভেজে নিন। সস, গ্রীন চাটনি দিয়ে মনের মত সাজিয়ে পরিবেশন করুন একেবারে অন্য স্বাদের চালকুমড়ো পাতার বড়া। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari