চেখে দেখুন এক অন্য স্বাদের মশলাদার মালাই চিকেন, রইল রেসিপি

  • নতুন নতুন রেসিপি বানাতে পছন্দ করেন অনেকেই
  • চিকেনের এই পদ যে একেবারে ভিন্ন স্বাদের
  • এটি বানানো খুবই সহজ
  • সবাইকে তাক লাগিয়ে দিন শাহী মালাই চিকেন বানিয়ে

আর যাই হোক নতুন নতুন রেসিপি কিন্তু বানাতে ভালোই লাগে। বিশেষ করে যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন। তাঁদের কথা মাথায় রেখেই আজ রয়েছে চিকেনের একটু অন্য স্বাদের রেসিপি। একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে, বানিয়ে দেখুন এই রেসিপি। এটি বানানো খুবই সহজ। আর খেতেও দারুন। আর চিকেনের নতুন নতুন রেসিপি শিখে রাখাই যায়। তবে আর দেরি না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন শাহী মালাই চিকেন বানিয়ে।

আরও পড়ুন- উইকেন্ডের আড্ডা জমে উঠুক, চিজি চিকেন অমলেট এর সঙ্গে

Latest Videos

মালাই চিকেন বানাতে লাগবে-

হাফ কেজি চিকেন
আধ কাপ টোম্যাটো পেস্ট
আধ কাপ ঘন দই
১টা তেজ পাতা


আরও পড়ুন- ঠাকুমা দিদিমাদের হাতের তৈরি খেজুরের আচার, রইল রেসিপি

২-৩টে ছোট এলাচ
১/৮ চা চামচ শাহ জিরা
১ ইঞ্চি দারচিনি
২-৪টে লবঙ্গ
১টা জয়িত্রী
আধ চা চামচ গোল মরিচ
দেড় চামচ আদা-রসুন বাটা
১/৪ কাপ বেরেস্তা
২-৩ টে চেরা কাঁচালঙ্কা
৮-১০টা পুদিনা পাতা কুঁচি
২ টেবল চামচ ধনেপাতা কুঁচি
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
আধ চা চামচ কসৌরি মেথি
১/৪ কাপ ক্রিম
পরিমাণ মতো তেল বা মাখন

আরও পড়ুন- মটনের এই পদেই জমবে ভোজ, রইল কাশ্মীরি মটন মশালার রেসিপি

যে ভাবে বানাবেন –

চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। প্যানে ১ টেবল চামচ তেল গরম করে সব গুঁড়ো মশলা দিন। নেড়ে নিয়ে আদা-রসুন বাটা দিয়ে দিন গন্ধ বেরোলে চিকেন দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভেজে নামিয়ে রাখুন। ওই প্যানেই ১ টেবল চামচ তেল দিয়ে টোম্যাটো পিউরি দিয়ে নুন দিয়ে নাড়তে থাকুন। ৪-৫ মিনিট পর আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে ভাজা চিকেন, টোম্যাটো পিউরি, দই, ভাজা পেঁয়াজ, পুদিনা, ধনেপাতা, লঙ্কাগুঁড়ো ও অর্ধেক গরম মশলা গুঁড়ো দিয়ে একসঙ্গে ম্যারিনেড করে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এ বার কড়াইতে তেল বা মাখন গরম করে চিকেন দিন। একদম কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। ঢাকনা দিয়ে রান্না হতে দিন যতক্ষণ না চিকেন পুরোপুরি সেদ্ধ হচ্ছে। বাকি অর্ধেক গরম মশলা গুঁড়ো ও কসৌরি মেথি দিন। ঘন ক্রিম দিয়ে গ্রেভি মাখা মাখা করে নামিয়ে নিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। সুন্দর করে সাজিয়ে পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari