কম খরচে সুস্বাদু স্ন্যাকস, ঝটপট তৈরি হবে চিকেন স্প্রিং রোল

Published : Aug 05, 2020, 05:54 PM IST
কম খরচে সুস্বাদু স্ন্যাকস, ঝটপট তৈরি হবে চিকেন স্প্রিং রোল

সংক্ষিপ্ত

সকালের জলখাবার থেকে ডিনার সবেতেই মানানসই এই পদ সস্তায় সুস্বাদু স্ন্যাক্সের পদ হিসেবে এর কোনও তুলনা হয় না কম তেলে সঠিক ডায়েট মেনে চলতে এই পদের জুড়ি মেলা ভার রইল জিভে জল আনা সুস্বাদু স্ন্যাকস চিকেন স্প্রিং রোল

করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ দেশের বেশিরভাগ দেশের জন জীবন। এই সময়ে বাড়িতে থেকেই যত্ন নিতে হবে নিজের এবং পরিবারের। অন্যদিকে বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। দেশের এমন পরিস্থিতিতে বাইরে থেকে কেনা খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খাওয়াই উচিত। এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারকে দিন সুস্বাদু পদ। চটজলদি পুষ্টিগুণ সমৃদ্ধ পদ যা বানাতে সময়ও লাগবে খুব কম। 

আরও পড়ুন- কম খরচে তৈরি হবে পুষ্টিকর খাদ্য, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে এই পদ

সন্ধার জলখাবার হোক অথবা হালকা ডিনার যে কোনও সময় রাখতে পারেন এই পদ। আজ রইল জিভে জল আনা অসাধারণ স্ন্যাক্স রেসিপি চাইনিজ চিকেন স্প্রিং রোল। সস্তা আর পুষ্টিকর খাদ্য হিসেবে এই পদের কোনও তুলনা হয় না। সবথেকে বড় বিষয় হল এই সময় সুস্থ থাকতে বাড়িতে তৈরি খাবারই খাওয়া উচিত। তবে এক ঘেয়ে ঘরোয়া খাবার থেকে মুক্তি পেতে ও রেস্তোরাঁর স্বাদ পেতে, বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ।

আরও পড়ুন- সুস্বাদু মজাদার জলখাবার, রইল মুম্বই এর বিখ্যাত বড়া পাও পিৎজা-র অসাধারণ রেসিপি

একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে এই পদ বানাবেন রইল তার হদিশ। ব্রেকফাস্ট হোক বা ডিনার কম তেলে সঠিক ডায়েট মেনে চলতে এই পদের জুড়ি মেলা ভার। তাই দেরি না করে দেখে নিন কিভাবে বানাবেন এই পদ। দেখে নিন চাইনিজ চিকেন স্প্রিং রোল তৈরির ভিডিওটি-

PREV
click me!

Recommended Stories

শীতকালে ফুলকপি ভাপিয়ে খান, এতে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাদ ও পুষ্ঠিও রক্ষা হবে
অতিরিক্ত খেলে অমৃতও বিষ, এই খাবারগুলি বেশি খেলে বিপদ