একঘেয়ে ছোলে ভাতুরে নয়, এবার চেখে দেখুন নতুন স্বাদের ছোলে চিকেন

  • রোজ নতুন স্বাদের কি বানানো যায় সে নিয়ে চিন্তা লেগেই থাকে
  • ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন লোভনীয় এই পদ
  • ছোলা আর চিকেন-এর যুগলবন্দীতে অন্য স্বাদের রেসিপি
  • অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ছোলে চিকেন 

Asianet News Bangla | Published : Mar 10, 2021 11:19 AM IST

খাওয়া মানেই সহজ অথচ সুস্বাদু কিছু পদ রান্না। প্রতিদিন কি কি নতুন রান্না করা যায় এই চিন্তায় রাতের ঘুম উড়ে যায় বহু গৃহিনীর। কারণ খাওয়ার পাত জমিয়ে তুলতে প্রয়োজন নানা ধরনের সুস্বাদু পদের।  তাই আজকের জন্য রইল কাবলি ছোলা আর চিকেন-এর যুগলবন্দীতে এক অসাধারণ অন্য স্বাদের রেসিপি। একঘেয়ে চিকেনের পদ থেকে এই পদ যে মুক্তি দেবে এটা দাবি করে বলা যায়। চিকেন কম-বেশি সবারই ভালো লাগে, তাই অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন ছোলে চিকেন। \

আরও পড়ুন-  ওজন বৃদ্ধির ভয়ে আর ভাত খাওয়া বন্ধ নয়, এই পদ্ধতিতে তৈরি করে মন ভরে খান

আজ রইল একেবারে অন্য স্বাদের অসাধারণ লোভনীয় চিকেনের এই রেসিপি। রাইস বা পরোটা, নান যে কোনও একটার সঙ্গেই দারুন ভাবে জমে যাবে এই পদ। ছোট থেকে বড় সকলেরই যে এই পদ ভালো লাগবে তা আর বলার জায়গা রাখে না। তাই আর দেরি না করে দেখে নিন তৈরির সবচেয়ে সহজ রেসিপি। এই অসাধারণ পদ রেসিপি শেয়ার করেছেন মাস্টার শেফ সঞ্জীব কাপুর। দেখে নিন তার তৈরি এই রেসিপি-

আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বাইরের কেনা খাবারের থেকে বাড়ির খাবার খাওয়াই উচিত। পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া জমিয়ে তুলতে বানিয়ে নিতে পারেন এই পদ। রইল একেবার রেস্তোরাঁর স্বাদের ছোলে চিকেন-এর এই রেসিপি। মোবাইল খুললে একের পর এক রেসিপি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাৎ। তবে সামান্য খরচায় যাতে পরিবারের মন ভালো রাখা যায় তার জন্যই আজকের এই পদ।

Share this article
click me!