মাছ-মাংস- ডিমে না, মুখের স্বাদ ফেরাতে চেখে দেখুন পোস্তর বড়ার ডালনা

পোস্ত নামটা শুনলেই সবার প্রথমে মাথায় আসে আলু পোস্তর কথা। তবে শুধু আলু পোস্ত নয়, পোস্ত দিয়ে অনেক সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। ধোঁকার ডালনা বা অন্য কোনও বড়ার ডালনা তো খেয়েছেন। তবে পোস্তর বড়ার ডালনা খেয়েছেন কখনো? সুস্বাদু এই খাবারে ফিরবে মুখের স্বাদ। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। জেনে নিন পোস্তর বড়া দিয়ে ডালনা বানানোর সহজ পদ্ধতি।

পোস্ত নামটা শুনলেই সবার প্রথমে মাথায় আসে আলু পোস্তর কথা। তবে শুধু আলু পোস্ত নয়, পোস্ত দিয়ে অনেক সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। ধোঁকার ডালনা বা অন্য কোনও বড়ার ডালনা তো খেয়েছেন। তবে পোস্তর বড়ার ডালনা খেয়েছেন কখনো? সুস্বাদু এই খাবারে ফিরবে মুখের স্বাদ। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। জেনে নিন পোস্তর বড়া দিয়ে ডালনা বানানোর সহজ পদ্ধতি।

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ 

Latest Videos

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

উপকরণ

পোস্ত ১০০ গ্রাম
গবিন্দভোগ চালের গুঁড়ো ২ চা চামচ 
হলুদ গুঁড়ো ২ চা চামচ
লঙ্কা বাটা ১ চামচ
জিরে বাটা ১ চামচ
আদা বাটা ১ চা চামচ
কাজু আর চালমগজ বাটা ২ চামচ
টক দই ২ চামচ
কিসমিস বাটা ২ চামচ
নুন ও চিনি পরিমাণমতো
ঘি ২ চা চামচ
গরমমশলা ১ চা চামচ
তেল পরিমাণমতো

প্রণালী

প্রথমে পোস্ত মিহি করে বেটে তাতে নুন, চিনি ও চালগুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবারে চাটুতে তেল গরম করে গোলাটা তেলে ভেজে, ধোঁকার মতো করে কেটে নিন। এরপর কড়াইতে তেল ও ঘি দিন। গরম হলে গরমমশলা ফোড়ন দিন। এবারে একে একে হলুদগুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, কাজু ও চালমগজ বাটা, টক দই, কিসমিস বাটা ও নুন দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়লে তাতে জল দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে তাতে পোস্তর ধোঁকা দিয়ে ঢাকা দিয়ে দিন। ১০ মিনিট পর নামিয়ে ওপর থেকে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নিলেই তৈরি পোস্তর বড়ার ডালনা। এবারে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তোর বউ তো খুব সুন্দর!' এরপরেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা! দেখুন | Barasat News Today
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana