আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ
বাঙালির সঙ্গে খাওয়া-দাওয়ার একটা আলাদাই সম্পর্ক আছে। আর শেষপাতে আম ছাড়া খাওয়াটা যেন সম্পূর্ণ হয় না। ভিটামিন সি, বি, ক্যালসিয়াম , আয়রন সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে আমের মধ্যে। আমের স্বাস্থ্যগুণ থাকলেও ওজন বাড়ার ভয়ে অনেকে আবার এড়িয়ে যান। অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ আম একাধিক রোগের মহৌষধ। তবে আম খেলেই হল না, আম খাওয়ার পরই কিছু খাবার খেলেই বাড়ছে বিপদের ঝুঁকি, কী বলছেন বিশেষজ্ঞরা।
| Published : Jun 23 2021, 12:05 PM IST
- FB
- TW
- Linkdin
সুপারফুড আমের মধ্যেই রয়েছে হাজারো সমস্যার সমাধান।অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ আম একাধিক রোগের মহৌষধ।
আম খেয়েই সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত নয়। এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আম খাওয়ার অন্তত ৩০ মিনিট পর জল খেতে বলছেন বিশেষজ্ঞরা।
তেতো জাতীয় জিনিস ভুলেও খাবেন না আম খাওয়ার পরে। এতে নাকি শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
আমের সঙ্গে অনেকেই মিষ্টি দই খেতে পছন্দ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, আম ও দই একসঙ্গে খেলেই বিপদ বাড়বে। আমের পর দই খেলে শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায়। যা সমস্যার সৃষ্টি করে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন আম খাওয়ার পর কোনও রকমের ঠান্ডা সোডা পান করবেন না। যাদের ডায়াবেটিস রয়েছে, তারা তো একেবারেই নয়।
আমের সঙ্গে কোনও মশলাযুক্ত খাবার না খাওয়াই ভাল। কারণ এতে হজমের সমস্যা হতে পারে।