রেস্তোরাঁর স্বাদে ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান, রইল সহজ রেসিপি

  • চিকেনের খুব সুস্বাদু একটি রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান
  • এটি একটি অত্যন্ত জনপ্রিয় পদ
  • রাইস এবং ন্যুডুলসের সঙ্গে এক অসাধারণ কম্বিনেশন
  • লাঞ্চ বা ডিনারে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন এটি

আজ আপনাদের জন্য রইল চিকেনের খুব সুস্বাদু একটি রেসিপি ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। বাঙালিরা বেশির ভাগই মাছের পরেই চিকেনের জন্য বেশ ‘টান’অনুভব করেন। তাই এই রেসিপিটি যে বঙ্গ ভজন রসিকদের ভাল লাগবে, তা হলফ করে বলতে পারি। চিকেন-এর একটি জনপ্রিয় পদ। নানা রকম মশলা দিয়ে চিকেনের এই রেসিপি বানানো হয়। লাঞ্চ বা ডিনারে সার্ভ করা যেতে পারে এটি। চিকেনের এই একঘেয়ে পদের থেকে মুক্তি পেতে অবশ্যই বানিয়ে দেখুন এই পদ। আবার রুটির সঙ্গেও রাখতে পারেন এটি, তবে দেখে নেওয়া যাক এই রেসিপি। অনেকেই সাইড ডিস্ হিসেবে বেছে নেন এই পদ। ইন্দো-চাইনিজ এই ডিস্ টি সত্যিই অনবদ্য। রাইস এবং ন্যুডুলসের সঙ্গে এক কথায় অসাধারণ কম্বিনেশন। আজই বানিয়ে ফেলুন ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

আরও পড়ুন- ঝকঝকে ত্বক পেতে, এখন থেকেই পাতে রাখুন রায়তা

Latest Videos

ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান বানাতে লাগবে-

৫০০ গ্রাম বোনলেস চিকেন
১ টা ডিমের সাদা অংশ
১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো 
১ টেবিল চামচ সোয়া সস্
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
দেড় টেবিল চামচ চালের গুঁড়ো
১ চা চামচ আদা রসুন পেস্ট
লবন স্বাদ মতন
তেল প্রয়োজন মত

আরও পড়ুন- ছুটির দিনের লাঞ্চ জমে উঠুক চিকেন পোস্তর সঙ্গে, রইল রেসিপি

মাঞ্চুরিয়ান সস্ বানাতে লাগবে-

১ টেবিল চামচ রসুন কুচি
১/২ টেবিল চামচ আদা কুচি
১ টা বড় পেঁয়াজ বড় টুকরো করে কাটা
দেড়  টেবিল চামচ সোয়া সস্
২ চা চামচ রেড চিলি সস্
১ চা চামচ ভিনিগার
১ কাপ চিকেন স্টক বা জল
২ চা চামচ কর্ণফ্লাওয়ার
১/২ চা চামচ চিনি
২ কাপ বেল পেপারস্ বড় টুকরো করে কাটা
কিছু স্প্রিং অনিয়ন
সামান্য জল
স্বাদমতন লবন

যেভাবে বানাবেন-

চিকেনের টুকরোর সঙ্গে সোয়া সস্, আদা রসুন পেস্ট, লবন, গোলমরিচ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট ভাল করে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে ডিমের সাদা অংশ ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন। প্যানে তেল গরম করে চিকেনের টুকরোগুলো লাল করে ভেজে তুলে রাখুন। ছোট্ট একটি বাটিতে জল দিয়ে কর্ণফ্লাওয়ার ভাল করে গুলে নিন। চিকেন ভাজা তেলে রসুন কুচি, আদা কুচি আগে ভাল করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিন। এবার এর মধ্যে ক্যাপসিকাম কিউব বা বেল পেপারস্ গুলো দিয়ে আরও ২মিনিট ভাজুন। উপর থেকে সোয়া ও রেড চিলি সস্ দিয়ে দিন যখন ফুটে উঠবে তখন জল দিয়ে গুলে রাখা কর্ণফ্লাওয়ার ও জল দিয়ে দিন। ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। প্রয়োজনে অল্প জল দিয়ে ভাল মতন চিকেনের টুকরো গুলে সেদ্ধ করে নেবেন। গ্রেভিটা খুব ঘন হয়ে এলে স্প্রিং অনিয়ন দিয়ে টস্ করে নিন। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সবার প্রিয় ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M