শহরে পা রাখলেন এটিকে মোহনবাগানের বিশ্বকাপার, নিজের লক্ষ্য জানিয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোস

দল গঠনের বাজারে বড় চমক দিয়ে এটিকে মোহববাগান (ATK Mohun Bagan) জানিয়েছিব অস্ট্রেলিয়ার (Australia) বিশ্বকাপ (World Cup) দলের প্রাক্তন ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos) সই করানোর কথা।  মঙ্গলববার শহরে এলেন  তারকা ফুটবলার।
 

নতুন মরসুম শুরুর আগেই বিশ্বকাপার ফুটবলার সই করিয়ে বড়সড় চমক দিয়েছিল  এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়ার প্লেয়ার দিমিত্রি পেত্রাতোসকে দলে নিয়েছিল সবুজ-মেরুণ শিবির। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিমিত্রি পেত্রাতোসের দলে যোগ দেওয়ার খবর  আগেই জানিয়েছিল এটিকে মোহনবাগান ক্লাব। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা ক্লাব ছাড়ার পর দলের আক্রমণ বিভাগ নিয়ে কিছুটা চিন্তায় ছিল সবুজ-মেরুণ ক্লাব কর্তা থেকে শুরু করে সমর্থকরা। তবে অজি বিশ্বকাপার যোগ দেওয়ার পর সেই চিন্তা অনেকটাই কাটবে বলে  আশবাদী সমর্থকরা।  তবে ঘোষণা হলেও কলকাতায় কবে আসবেন দিমিত্রি পেত্রাতোস তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে  মঙ্গলবার বেলার দিকে কলকাতায় পা রাখলেন বিশ্বকাপার ফুটবলার।

এদিন কলকাতা বিমান বন্দরে  দিমিত্রি পেত্রাতোসকে স্বাগত জানাতে গিয়েছিলেন এটিতকে মোহনবাগগানের কর্মকর্তারা। ছিলেন বেশ কিছু সমর্থকও। তাকে সবুজ-মেরুণ উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। সমর্থকদের সঙ্গে সুর  মিলেও ‘জয় মোহনবাগান’ স্লোগানও দেন দিমিত্রি। যা শুনে বাগান সমর্থকরা খুবই আনন্দিতক হন। শহরে পা রেখেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন দিমিত্র। প্রথমে তার লক্ষ্য যে এএফসি কাপে ভালো খেলা ও দলকে সাফল্য এনে দেওয়া। স্ট্রাইকিং পজিশনে খেলার পাশাপাশি অ্যাটাকি মিড ফিল্ডেও খেলতে পারেন দিমিত্রি। এমন ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়া শক্তি অনেকটাই বাড়বে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

Latest Videos

 

 

প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়ায় আয়োজতি বিশ্বকাপে ২৩ জনের দলে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। তবে বিশ্বকাপে প্রথম একাদশে খেলার সৌভাগ্য হয়নি তার। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন দিমিত্রি পেত্রাতোস।  বর্তমানে তার বয়সও খুব একটা বেশি নয়। মাত্র ২৯। ফলে কেরিয়ারের সেরা সময়ে ভারতে খেলতে আসছেন দিমিত্রি পেত্রাতোস। ২০১০-১১ মরসুমে সিডনি ফুটবল ক্লাবের হয়ে কেরিারর শুরু করেন তিনি। এর পর যোগ দেন মালয়েশিয়ার ক্লাব কেলান্তানে। ছ’মাস খেলার পর অস্ট্রেলিয়ায় ফিরে এসে যোগ দেন ব্রিসবেন রোরে। ২০১৭-য় নিউক্যাসল জেটস তাঁকে সই করায়। মাঝে লোনে কিছু দিন খেলেছেন দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসানে। তিন বছর জেটসের হয়ে খেলার পর সৌদি আরবের ক্লাব আল ওয়েহদাতে যোগ দেন। সেখান থেকেই গত বছর লোনে খেলেছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। সিডনি থেকে এ বার তিনি এটিকে মোহনবাগানে। এবার শুধু বিশ্বকাপারকে মাঠে দেখার অপেক্ষায় সবুজ-মেরুণ সমর্থকরা।

আরও পড়ুনঃইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ, ডুরান্ডের শেষ আট উঠতে কী পরিকল্পনা করেছেন ফেরান্দো

আরও পড়ুনঃকেরিয়ারের শেষ প্রতিযোগিতা খেলতে নামলেন কিংবদন্তী সেরেনা, প্রথম ম্যাচে পেলেন সহজ জয়

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন