গুরুতর নয় মেসির চোট, চেষ্টা চলছে প্রথম ম্যাচেই খেলানোর

  • মেসির চোট নিয়ে অবশেষে মুখ খুলল বার্সেলোনা কর্তৃপক্ষ
  • চোটের কথা স্বীকার করে জানাল মেসির চোট গুরুতর নয়
  • ১৩ তারিখ মায়োরকার বিরুদ্ধে নামানোর চেষ্টা করা হচ্ছে মেসিকে
  • ক্লাব জানিয়েছে দ্রুত দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেবেন বার্সা তারকা
     

১১ তারিখ থেকে ফিরছে লা লিগা।১ তারিখ মায়োরকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বার্সেলোনার। একই দিনে মাঠে নামছে কোপা ইতালিয়ায় জুভেন্টাস। প্রথম ম্যাচেই খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডে। ফলে একইদিনে দুই তারকার মাঠে নামার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু চোটের কারমে লা লিগার প্রত্য়াবর্তনে বার্সার প্রথম ম্যাচে অনিশ্চিত লিও মেসি। বার্সেলোনা সূত্রে খবর,গত মঙ্গলবারের ট্রেনিং সেশনের পর হঠাৎই ডান পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন মেসি। এমআরআই করার পরে জানা যায় মেসির পেশিতে সামান্য চিড় ধরেছে। অন্তত দশ দিন লাগবে মেসির সুস্থ হতে। ফলে প্রশ্ন উঠে গিয়েছে মায়োরকার বিরুদ্ধে বার্সার হয়ে মাঠে নামতে পারবেন‌ তো দলের সেরা প্রতিভা? বুধবার মেসিকে গ্রুপের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি যাতে চোট আরও গুরুতর দিকে না যায়।  বৃহস্পতিবারও বার্সেলোনার অনুশীলনে নামেননি মেসি। মিডিয়া সূত্রের খবর মেসির চোট বেশ গুরুতর কিন্তু ক্লাবের সমর্থকদের দুশ্চিন্তা কমাতে সেটা কম দেখানো হচ্ছে।

আরও পড়ুনঃকরোনাকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হলেন প্রাক্তন পাক ওপেনার

Latest Videos

আরও পড়ুনঃ৩০ হাজার দর্শক নিয়ে ফুটবল ম্যাচ,কোরানাকে থোরাই কেয়ার

কিন্তু মিডিয়ার খবরকে নস্যাৎ করে দিয়েছে বার্সোলোনা কর্তৃপক্ষ। যদিও মেসির চোটের কথা স্বীকার করেছে বার্সা। তবে প্রথম ম্যাচে একেবারে খেলার কোনও সম্ভাবনাই নেই মেসির, সেই কথা মানতে নারাজ বার্সা কর্তারা। ঊরুতে চোট থাকলেও মায়োরকার বিরুদ্ধে এই ম্যাচে লিয়োনেল মেসিকে নামাতে মরিয়া বার্সেলোনা। মঙ্গলবার থেকে মেসি দলের সঙ্গে অনুশীলন করেননি। আলাদা ভাবে তাঁকে দেখা গিয়েছে ক্লাবের জিমে। বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আর্জেন্টিনীয় কিংবদন্তিকে দলের সকলের সঙ্গে অনুশীলনে দেখা যাবে। বার্সেলোনা তাদের সরকারি বিবৃতিতেও জানিয়েছে, মেসির চোট গুরুতর কিছু নয়। সব রকম চেষ্টা চালানো হচ্ছে, যাতে মায়োরকার বিরুদ্ধে তিনি নামতে পারেন। মেসিকে নামাতে বার্সা মরিয়া হওয়ার পেছনে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষ রয়েছে বার্সা। কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৬। ফলে দীর্ঘ বিরতির পর ম্যাচে কোনও প্রকার অঘটন ঘটলেই রিয়ালের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসবে। তাই পূর্ণ শক্তির দল নিয়ে ঝাঁপাতে চাইছে বার্সেলোনা। মেসির মাঠে নামার অপক্ষায় রয়েছে বিশ্ব জুড়ে তার ফুটবল ভক্তরা। এখন দেখার ১৩ তারিখ বল পায়ে দেখা যায় কিনা আধুনিক ফুটবলের যাদুকরকে। 

আরও পড়ুনঃলকডাউনে ঘরে বসে বিরাট কোহলির আয় ৩কোটি ৬৪ লক্ষ টাকা

Share this article
click me!

Latest Videos

ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র