করোনায় আক্রান্ত ফুটবলার ফেলাইনি,চিনের হাসপাতালে চিকিৎসাধীন বেলজিয়ান তারকা

  • এবার করোনায় আক্রান্ত আরও এক ফুটবলার
  • আক্রান্ত বেলজিয়ান ফুটবলার মারুয়ানে ফেলাইনি
  • বর্তমানে চিনের একটি হাসপাতালে ভর্তি ফেলাইনি
  • এবছরই ম্যান ইউ ছেড়ে চিনে গিয়েছিলেন বেলজিয়ান তারকা
     

ফুটবল বিশ্বে নিজের মারণ থাবা ক্রমশই চওড়া করছে কোভিড ১৯ ভাইরাস। দিন কয়েকর মধ্যেই বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। তার মধ্যে ফুটবলারদের সংখ্যাটাই বেশি। এবার সই তাালিকায় নাম লেখালেন প্রাক্তন ম্যান ইউ তারকা মারুয়ানে ফেলাইনি। কোভিড ১৯ টেস্ট পজেটিভ ধরা পড়েছে এই বেলজিয়ান ফুটবলারের। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন ফেলাইনি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উৎকন্ঠা আরও বেড়েছে ফুটবল বিশ্বে।

আরও পড়ুনঃসেরা পুল শট খেলিয়ে ব্যাটসম্যান কে, রোহিতের কটাক্ষে বিতর্কে আইসিসি

Latest Videos

দীর্ঘদিন ম্যান ইউতে কাটানোর পরই এই মরসুমেই চিনের ক্লাব শ্যানডং লুয়েনেং-এ সই করেছিলেন ফেলাইনি। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ফেলানির COVID19 পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। যদিও জ্বর কিংবা করোনার অন্যান্য কোনও উপসর্গ ফেলানির শরীরে ছিল না। ফেলাইনিই বেলজিয়ামের প্রথম ফুটবলার, যিনি মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আপাতত চিনের জিনান প্রদেশে রয়েছেন প্রাক্তন ম্যান ইউ তারকা। সেখানেই একটি স্বাস্থ্যকেন্দ্রে তাঁর শরীরে করোনা পরীক্ষা করা হয়। চিনের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগের প্রথম ফুটবলার হিসেবে করোনা আক্রান্ত হলেন ফেলানি।

আরও পড়ুনঃবিদেশে গিয়ে আইসোলেশনে শাকিব আল হাসান, সকলকে সুস্থ ও সচেতন থাকার পরামর্শ

আরও পড়ুনঃঅলিম্পিক বয়কটের হুমকি দিল কানাডা, এখনও গোঁ ধরে বসে জাপান

এর আগে জুভেন্তাসের তিন জন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছেন ড্যানিয়েল রুগানি, ব্লেইজ মাতুইদি ও পাওলো দিবালা। এসি মিলানের প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর ও কিংবদন্তী প্লেয়ার মালদিনিও করোনায় আক্রান্ত হয়ছেন। আক্কান্ত হয়েছেন মালদিনির ছেলেও। করোনা প্রাণ কেড়েছে প্রাক্তন রিয়েল মাদ্রিদ প্রেসিডেন্টের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা গিয়েছেন প্রাক্তন রিয়াল প্রেসিডেন্ট লরেঞ্জো স্যানজ। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ফুটবলের এই ধনকুবের। স্পেনে মৃত্যু হয়েছে ফ্রান্সিসকো গার্সিয়া নামে ২১ বঠরের এক তরুণ ফুটবল কোচেরও। এছাড়াও, আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা, চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোই ,ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির পরিবারের এক সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ। এবার আক্রান্ত হলেন ফেলাইনি। ফলে করোনা ভাইরাস ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ক্রীড়া বিশ্বে।


 

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা