ইপিএল ও ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের মতানৈক্য, প্রশ্নের মুখে প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ

  • করোনা আতঙ্কের জেরে স্থগিত রয়েছে প্রিমিয়ার লিগ
  • ৩০ এপ্রিল পর্যন্ত বল গড়ানোর সম্ভাবনা নেই ইপিএলে
  • কিন্তু ১ জুনের মধ্যে লিগ শেষ করার নির্দেশ ব্রিটিশ ফুটবল কমিটির
  • ফলে প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন
     

বিশ্ব জুড়ে ক্রীড়া ক্ষেত্রে নিজের থাবা ক্রমশ আরও জোরদার করছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে সারা বিশ্বে এখনও পর্যন্ত ১১ হাজারেরও বেশি  হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ৭৫ হাজার। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সারা পৃথিবীতে বন্ধ করা হয়েছে বা স্থগিত রাখা হয়ছে জনপ্রিয় স্পোর্টিং ইভেন্টগুলি। তালিকায় রয়েছে লা লিগা, সিরি এ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ একের পর এক হাই-প্রোফাইল ফুটবল টুর্নামেন্টও। ফের কবে শুরু হবে টুর্নামেন্টগুলি, আদৌ হবে কি না, হলেই বা কিভাবে হবে তা নিয়ে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি আয়োজকদের। পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনার পরই পরবর্তীসিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা হয়েছে।

আরও পড়ুনঃজাপানে পৌছল অলিম্পিক মশাল, করোনা আতঙ্কে প্রশ্নে টোকিও ২০২০-এর ভবিষ্যৎ

Latest Videos

করোনার থাবায় ইপিএলেরও একাধিক প্লেয়ার ও কোচ আক্রান্ত হয়ছেন। আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা, চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোই ,ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির পরিবারের এক সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ। সকলেই আপাতত চিকিৎসা পদ্ধিতির মধ্যে রয়েছে। এছাড়াও প্রায় সবকটি বড় দলের প্লেয়ারদের রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছিলেন ইপিএল কর্তৃপক্ষ। যোগ দিয়েছিলেন প্রথম ডিভিশনের ২০টি ক্লাবই। সেখানে বাস্তব পরিস্থিতির কথা বিচার করে মে মাসের আগে কোনওভাবেই ইপিএল শুরু করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে টুর্নামেন্ট। শুধু ইপিএল নয়, ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইএফএল ও উইমেন্স লিগের খেলাগুলোও। বৈঠকের পর প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রিমিয়র লিগ, ইএফএল প্রত্যেকেই বুঝেছে এটা ভীষণই কঠিন সময় আমাদের জন্য। পাশাপাশি করোনা য় আক্রান্তদের জন্য আমরা উদ্বিগ্ন।’

আরও পড়ুনঃএবার করোনা আতঙ্কে ভুগছেন পিভি সিন্ধু, সাইনা নেওয়াল সহ ভারতীয় শাটলাররা

আরও পড়ুনঃপ্রধানমন্ত্রীর জনতা কার্ফুকে সমর্থন বিরাট কোহলির, দেশবাসীকে সতর্ক ও সুস্থ থাকার পরামর্শ

৩০ এপ্রিল পর্যন্ত খেলা বন্ধ রাখলেও, প্রত্যেকটি লিগ যে তারা শেষ করতে বদ্ধপরিকর তাও জানানো হয়েছে ইপিএল কর্তৃপক্ষের তরফে। কিন্তু  ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী কোনও টুর্নামেন্টই ১ জুনের পর আর আয়োজন করা সম্ভব নয়। আর সেখানেই দানা বেধেছে বিতর্ক। কারণ মে মাসে টুর্নামেন্ট শুরু করার ইচ্ছে থাকলেও, করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়েও এখনও সন্দিহান। ফলে মে মাসের কবে ইপিএল শুরু করা হবে তার কোনও নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয় ইপিএল কর্তৃপক্ষের তরফে। অপরদিকে, ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী পয়লা জুনের মধ্যে টুর্নামেন্ট শেষে করতে হলে মাস খানেকরও  কম সময়ে গোটা টুর্নামেন্ট শেষ করা সম্ভব কিনা তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ফলে আগামি দিনে সব পরিস্থিতি খতিয়ে দেখে সঠিক সময়ের মধ্যে ইপিএল শেষ করাটা বিশাল চ্যালেঞ্জ বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, ইপিএলের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন।
 

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের