শুধু মেসি নয়, কাতার যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, খুশি ফুটবল বিশ্ব

অবশেষে স্বপ্নপূরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)।  ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ (Fifa World Cup Qatar 2022) -এর যোগ্যতা অর্জন করল পর্তুগাল। নর্থ ম্য়াসেডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতারের টিকিট পাকা করল রোনাল্ডোর দেশ।
 

চির প্রতীদ্বন্দ্বী মেসি ও তার দেশ আর্জেন্টিনা অনেক আগেই ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর  টিকিট পাকা করে ফেলেছিল। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর  পর্তুগাল তা পারবে কিনা সেই বিষয়ে উৎকন্ঠা ও আশঙ্কায় ছিল গোটা ফুটবল বিশ্ব। কারণ প্রথমত সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারা ও প্লে অফে কঠিন গ্রুপে পড়া। কিন্তু তুরস্কের বিরুদ্ধে প্লে অফের সেমি ফাইনালে জয় ও অপরদিকে শক্তিশালী ইউরো জয়ী ইতালিকে নর্থ ম্য়াসেডোনিয়ার হারিয়ে দেওয়া সূবর্ণ সুযোগ এনে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৩৭ বছর বয়সেও বিশ্বকাপ খেলার। আর প্লে অফের ফাইনালে নর্থ ম্য়াসোডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতারের টিকিট পাকা কর ফেলল পর্তুগাল। জোড়া গোল করে নায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ফলে কাতারে দেখা যাবে ফুটবল বিশ্বের দুই মহাতারকা মেসি ও রোনাল্ডো দুজনকেই। 

ইতালিকে হারানোর পর পর্তুগালের বিরুদ্ধ নামার আগে হুঙ্কার দিয়েছিলেন নর্থ ম্যাসেডোনিয়ার কোচ। ফুটবল বিশ্বে মানচিত্রের ছোট্ট দশ হলেও ম্য়াচটিকে হাল্কাভাবে নেয়নি পর্তগাল। ম্যাচের প্রথম থেকেই সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে শুরু করে রোনাল্ডো, জোটা, ওটাভিও, ব্রুনো ফার্নান্ডেজরা। মাঝ মাঠে বলের দখল নেওয়ার পাশাপাশি একের পর এক আক্রমণ গড়ে তুলছিল পর্তুগাল। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করেন ব্রুনো। পেনাল্টি বক্সের সামনে তাঁকে গোলের বল সাজিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ডান পায়ের শটে দ্বিতীয় পোস্টের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্য়াচের প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল আসেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে নর্থ ম্য়াসেডোনিয়া গোল পরিশোধ করার চেষ্টা করলেও পর্তুগালের জমাটি রক্ষণ ভাঙতে সমর্থ হয়ন। পাল্টা ম্য়াচেপ ৬৫ মিনিটে দিয়েগো জোটার কোণাকোণি বাড়ানো বল ধরে জোরালো ভলিতে গোল করে দলের জয় নিশ্চিৎ করে দেন ব্রুনো ফার্নান্ডেজ। আর ম্য়াচে ফেরার সুযোগ পায়নি নর্থ ম্য়াসেডোনিয়া। কাতারে রোনাল্ডোকে শেষবারের মত দেখতে পাওয়া নিশ্চিৎ হওয়ায় খুশি বিশ্ব জুড়ে রোনাল্ডো ভক্তরা। 

Latest Videos

প্রসঙ্গত, এবার বিশ্বকাপের ৩২টি দেশের মধ্যে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকার ৫টি, দক্ষিণ আমেরিকার ৪টি, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ৩টি, অস্ট্রেলিয়া-সহ এশিয়া থেকে ৪টি দেশ চূড়ান্ত থাকে। বাকি তিনটি জায়গায় জন্য প্লে-অফ খেলা হয়। এখনও পর্যন্ত  ২৭টি দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি তিনটি জায়গায় জন্য প্লে-অফ খেলা হয়। পয়লা এপ্রিলের আগে আরও দুটি দেশ যোগ্যতা অর্জন করবে। বাকি তিনটি জায়গা নির্ধারিত জুননে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। আগামি পয়লা এপ্রিল বিশ্বকাপের ড্রয়ে কোন গ্রুপে কোন দেশ পড়ল তা দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla