১৩ জুন মাঠে নামছেন সিআরসেভেন, অপেক্ষায় ফুটবল বিশ্ব

  • সিরি এ শুরুর আগেই হবে কোপা ইটালিয়ার সেমি ফাইনাল
  • ১৩ জুন এসি মিলানের বিরুদ্ধে মাঠে নামছেন রোনাল্ডো
  • অন্য ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী নাপোলি ও ইন্টার মিলান
  • রোনাল্ডোকে দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব

Sudip Paul | Published : May 30, 2020 9:59 AM IST

অবশেষে প্রতীক্ষার অবসান। করোনা আতঙ্ক কাটিয়ে বিশ্ব জুড়ে ফিরছে ফুটবল। ১৬ মে  থেকে শুরু হয়েছে বুন্দেশলিগা। ১১ জুন থেকে মাঠে ফিরছে লা লিগা, ১৭ জুন শুরু হচ্ছে ইপিএল ও ২০ জুন থেকে শুরু হতে চলেছে সিরি এ লিগ। কিন্তু বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীদের কৌতুহল ছিল কবে বল পায়ে ফের মাঠে দেখা যাবে রোনাল্ডো ও মেসিকে। এবার হতে চলেছে সেই প্রতীক্ষার অবসানও। সব কিছু ঠিকঠাক থাকলে ইতালির লিগ সিরি এ শুরুর আগেই মাঠে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল মাঠে মহাতারকা আবার হয়তো ফিরছেন ১৩ জুন। ২০ জুন লা লিগা শুরু দিন নির্ধারিত করা হলেও, তার এক সপ্তাহ আগে ১৩ জুন কোপা ইটালিয়ার সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচগুলো আয়োজন করতে চাইছে ইতালির ফুটবল ফেডারেশন। যেখানে মুখোমুখি হবে রোনাল্ডোর জুভেন্তাস  ও এসি মিলান । অন্য ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী নাপোলি ও ইন্টার মিলান। ফলে সিরি এ ফেরার এক সপ্তাহ আগে ১৩ জুনেই হয়তো বল পায়ে মাঠ কাপাতে দেখা যাবে সিআরসেভেনকে।

আরও পড়ুনঃঅবশেষে চূড়ান্ত হল দিন,১১ জুন থেকে শুরু হতে চলেছে লা লিগা

ইটালির ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর ইটালির ক্রীড়ামন্ত্রী ভিনচেঞ্জো স্পোদাফোরো জানিয়ে দেন আগামী ২০ জুন ফিরবে সিরি এ। আবার কোপা ইটালিয়ার সেমিফাইনালের ফিরতে পর্ব হবে ১৩ জুন। ফাইনাল ১৭ জুন। তবে এখনও ইটালির সরকারের সবুজ সংকেত আসা বাকি আছে। স্পোদাফোরো বলেছেন, ‘‘বৈঠকে প্রায় সবাই একমত যে লিগ ফের শুরু করতে কোনও অসুবিধা নেই। ইটালি আসতে আসতে বিপর্যয় কাটিয়ে উঠছে। এখনই সঠিক সময় ফের ফুটবলকে ফিরিয়ে আনার।’’তবে সিরি এ ফের শুরু করার পরিকল্পনা নিয়ে এগোলেও ইটালির ক্রীড়ামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন,একাধিক নয়া নিয়ম লাগু করা হবে। প্রতি সপ্তাহে প্রতি দলের ফুটবলারের কোভিড ১৯ টেস্ট করা হবে। নিয়ম মতোই দর্শকশূন্য মাঠে হবে সব ম্যাচ। বুন্দেশলিগার মতো দূরত্ব বিধি মেনেই খেলতে হবে সেরি আ-তেও। ফলে কোনও নির্দিষ্ট পজিশনে জটলা করা যাবে না। আবার ম্যাচের আগে রেফারিদেরও করোনা পরীক্ষা হবে। ম্যাচ বলটাও স্যানিটাইজ করা হবে। গোল করার পর কোনও ফুটবলার সতীর্থকে জড়িয়ে ধরতে পারবেন না। আবার মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড। শোনা যাচ্ছে লিগ দ্রুত শেষ করতে তিনদিন অন্তর খেলতে হবে প্রতিটা দলকে। ফুটবলারদের নিয়ে সতর্ক রয়েছে ক্লাবগুলিও। স্বাস্থ্য সংক্রান্ত কোনও ঝুঁকি নিতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। তবুও সব কিছু মাঝে সকলের একটাই অপেক্ষা বল পায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখার।

আরও পড়ুনঃচূড়ান্ত নয় সফরসূচি,একটি মাঠেও হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

আরও পড়ুনঃ২০১১ বিশ্বকাপ ফাইনালে দুবার টস করেছিলেন ধোনি,জানালেন সঙ্গাকারা


 

Share this article
click me!