ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল ইস্টবেঙ্গলই, স্পেন থেকে বার্তা পাঠালেন বোরহা

Published : Oct 25, 2019, 03:18 PM IST
ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল ইস্টবেঙ্গলই, স্পেন থেকে বার্তা পাঠালেন বোরহা

সংক্ষিপ্ত

  আইলিগের প্রস্তুতি তুঙ্গে ইস্টবেঙ্গল শিবিরে যুবভারতীতে প্রস্তুতি ম্যাচ লাল হলুদের স্পেনে রি-হ্যাব শুরু করেছেন বোরহা গোমেজ দল ও সমর্থকদের জন্য বার্তা পাঠালেন তিনি

ইস্টবেঙ্গলকে হারাল ইস্টবেঙ্গলই। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এমন ছবিই দেখা গেল। তবে এতে চমকে যাওয়ার মত কিছু নেই। কারণ গোটা দলকে দুটি দলে ভাগ করিয়ে অনুশীলন ম্যাচ খেলালেন লাল হলুদ কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। একদল পরল লাল হলুদের হোম জার্সি। আরেক দল অ্যাওয়ে জার্সি। দুই ইস্টবেঙ্গল দলের এই ম্যাচে অ্যাওয়ে টিম জিতল ১-০ গোলে। গোল করলেন আশির। 

আরও পড়ুন - ঘরের মাঠে ‘দর্শক’ চিন্তায় হাভাস, যুবভারতীতে এটিকের সামনে নিজামের শহর

 

আরও পড়ুন - ক্রিকেটারদের জল খাওয়াতে, বোতল হাতে মাঠে নামলেন প্রধানমন্ত্রী, ছবি ভাইরাল

দলকে নিয়ে আইলিগের প্রস্তুতিতে ব্যস্ত লাল হলুদ কোচ। বাংলাদেশ খেলতে না গিয়ে কলকাতাতেই লিগ জয়ের ব্লু প্রিন্ট তৈরি করতে চাইছেন তিনি। তাই গত ৯ দিন ধরে অনুশীলনের পর এবার ম্যাচ খেলিয়ে দলের অবস্থা বুঝে নিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। এদিকে অস্ত্রপচারের পর স্পেনে রিহ্যাব প্রক্রিয়া শুরু করেছেন বোরহা গোমেজ। স্পেন থেকেই দল ও সমর্থকদের জন্য বার্তা পাঠিয়েছেন তিনি। 

 


ইস্টবেঙ্গল আইলিগের জন্য তৈরি হচ্ছে। মোহনবাগান, গোকুলামের মত দল আইলিগেকে সামনে রেখে বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে গেছে। কিন্তু যে টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি পর্ব চলছে, সেই টুর্নামেন্টের খবর কি? কবে থেকে শুরু হবে? কোথায় সম্প্রচার হবে? কোনও উত্তর নেই ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। 

আরও পড়ুন - সৌরভের সঙ্গে বৈঠক কোহলি-রোহিতের, ধোনি নিয়ে বার্তা দিলেন নির্বাচক প্রধান
 

PREV
click me!

Recommended Stories

ন'য়ের দশকে লাল-হলুদ শিবিরের ভরসা ছিলেন, ইলিয়াস পাশার প্রয়াণে শোকাহত ময়দান
UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির