২০২১ শে হলেও নাম থাকছে ইউরো ২০২০, জানিয়ে দিল উয়েফা

  • করোনা ভাইরাসের জেরে এক বছর পিছিয়ে গিয়েছে ইউরো কাপ
  • ২০২১ হলেও প্রতিযোগিতার নাম নিয়ে তৈরি হয়েছিল জটিবতা
  • ২১ শে হলেও নাম ইউরো ২০২০ রাখার সিদ্ধান্তের কথা জানাল উয়েফা
  • ব্র্যান্ডিংয়ের পিছনে বাড়তি খরচ না করার জন্যই এই সিদ্ধান্ত উয়েফার
     

Sudip Paul | Published : Apr 25, 2020 6:48 AM IST

করোনা ভাইরাস মহামারীর জেরে স্তব্ধ ক্রীড়া বিশ্ব। মারণ ভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে সমস্ত স্পোর্টিং ইভেন্ট। ক্রিকেট, ফুটবল, টেনিস থেকে শুরু করে সব খেলাতেই ২০২১ সালে ছিল একাধিক বিশ্বমানের আন্তর্জাতিক ইভেন্ট। কিন্তু বর্তমানে কোভিড ১৯-এর কারণে সব টুর্রনামেন্টই নয় স্থগিত হয়ে গিয়েছে, পিছিয়ে গিয়েছে অথবা বাতিল হয়ে গিয়েছে। এই বছর যে স্পোর্টিং ইভেন্টগুলির জন্য ক্রীড়া প্রেমিরা মুখিয়ে ছিলেন তাদের মধ্যে অন্যতম ইউরো ২০২০। করোনা ভাইরাসের কারণে ইউরো কাপকে আগেই এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর এই টুর্নামেন্ট হওয়ার কথা ১১ জুন থেকে ১১ জুলাই। ২৪ দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা ইউরোপের ১২টি শহরে এবং সেমিফাইনাল ও ফাইনাল হবে লন্ডনে। কিন্তু ২১ শে হলেও টুর্নামেন্টের নাম নিয়ে একটা জটিলতা চলছিলই। প্রশ্ন উঠছিল ২১শে হলে কী প্রতিযোগিতার নাম ইউরো ২০২১ হয়ে যাবে? অবশেষে উয়েফার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২১ শে হলেও টুর্নামেন্টের নাম থাকবে ইউরো ২০২০।

আরও পড়ুনঃব্যাডমিন্টনের অনলাইন ক্লাসে ভেসে উঠল পর্ণগ্রাফির একের পর এক ছবি, রেগে ক্লাস ছাড়লেন গোপীচাঁদ

আরও পড়ুনঃতার আমলে ভারতীয় ক্রিকেটাররা দেশের নয় নিজের জন্য খেলত, বিস্ফোরক মন্তব্য ইনজামামের

আসলে যে কোনও কিছুর ক্ষেত্রেই নামের একটা বিশেষত্ব থাকে। তাই মহামারীর কারণে দিন-ক্ষণ, বছর, সময় বদলে গেলেও ইভেন্টের নাম বদলে আপত্তি করছেন অনেকই। আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট ২০২১-এ হলেও নাম থাকবে ইউরো ২০২০। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলের এক্সিকিউটিভ কমিটির  মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উয়েফার তরফে জানানো হয়েছে,করোনাভাইরাস মহামারীর কথা মনে রাখতেই নামে বদল আনছেন না তারা। যে কারণে এই বছর কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে গোটা বিশ্ব। টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দেওয়ার আগেই তা নিয়ে ব্র্যান্ডিংয়ের পিছনে অনেক টাকা খরচ করে ফেলেছেন আয়োজকরা। যে কারণে নাম বদলে গেলে আগে থেকে হওয়া সব নষ্ট হয়ে যাবে। উয়েফা এর জন্য আর টাকা নষ্ট করতে চায় না।উয়েফার বার্তায় বলা হয়েছে, ‘‘ইউরো ২০২০-তে ৬০ বছরে পা দেবে টুর্নামেন্ট। নাম বদলে দিলে তার গুরুত্ব কমে যাবে। ১৯৬০ থেকে শুরু হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।'' উয়েফার নাম না পরিবর্তনের বিষয়কে স্বাগত জানিয়েছে ইউরোপের অন্যান্য ফুটবল খেলীয় দেশগুলি। তবে অলিম্পিক থেকে সশিক্ষা নিয়ে পরের বছর টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন উয়েফার কর্তারা।

আরও পড়ুনঃ৪৭ এ পা ক্রিকেট ঈশ্বরের, এক ঝলকে মাস্টার ব্লাস্টারের কেরিয়ারের কিছু মুহূর্ত

Share this article
click me!