ফের করোনার থাবা ফুটবল বিশ্বে, আক্রান্ত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ব্রিটিশ ফুটবালর নর্ম্যান হান্টার

  • করোনায় আক্রান্ত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ব্রিটিশ ফুটবালর নর্ম্যান হান্টার
  • ১৯৬৬ ইংল্যান্ডের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন হান্টার
  • ইংল্যন্ডের ক্লাব লিড ইউনাইটেডের হয়ে টানা ১৭ বছর খেলেছেন এই ডিফেন্ডার
  • আপাতত হাসসপাতালে চিকিৎসসাধীন হান্টার, তার দ্রুত আরোগ্য কামনা সকলের
     

মারণ ভাইরাস করোনার  তাণ্ডবে বিধ্বস্ত ইউরোপের ফুটবল। বন্ধ ইপিএল, লা লিগা, সিরি এ, ফ্রেঞ্চ লিগ, চ্যাম্পিয়নস লিগ সহ সমস্ত ফুটবল টুর্নামেন্ট। করোনা ভাইরাসে আক্রান্ত একাধিক ফুটবলার, কোচ সহ সাপোর্টিং স্টাফ। কোভিড ১৯-এর প্রকোপে প্রাণও গিয়েছে একাধিক ফুটবল ব্যক্তিত্বের। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও এক প্রাক্তন ফুটবলার। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার নর্ম্যান হান্টার। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি

আরও পড়ুনঃপরিস্থিতি স্বাভাবিক হলে ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল খেলতে রাজি প্যাট কামিন্স

Latest Videos

ফুটবল জীবনে অনেক কৃতিত্বের অধিকারী নর্ম্যান হান্টার। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।  রক্ষণে অতন্দ্র প্রহরী ছিলেন হান্টার।  ট্যাকলিংয়ের জন্য ছিলেন বিখ্যাত। ১৯৭৪ বিশ্বকাপ ফুটবলেও খেলেছেন ইংল্যান্ডের জার্সি পরে। ১৯৭৩ সালে ইউরো কাপ জেতা ইংল্যান্ড টিমেরও সফল ফুটবলার ছিলেন হান্টার। ১৭ বছর টানা খেলেছিলেন লিডস ইউনাইটেড ক্লাবের হয়ে। তিনি থাকাকালীনই ইংলিশ ফুটবল লিগে  দুবার শিরোপা জিতেছে লিডস ইউনাইটেড। খেলা ছাড়ার পর টিভিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন হান্টার।

আরও পড়ুনঃআগামী বছরও অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আশঙ্কা প্রকাশ করলেন খোদ আয়োজক কমিটির সিইও

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে ফের মানবিক উদ্যোগ সচিন তেন্ডুলকরের,৫ হাজার মানুষের খাওয়ার দায়িত্ব নিলেন মাস্টার ব্লাস্টার

সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৭৬ বছরের এই প্রাক্তন ফুটবলার। লিডসই সোশ্যাল মিডিয়ায় হান্টারের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছে। ক্লাবের তরফে জানানো হয়েছে,বেশ কয়েক দিন ধরেই অসুস্থ থাকায় হান্টারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তবে বর্তমানে তিনি ভালই আছেন। চিকিৎসকরা সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রেখেছেন।  হান্টারের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকা করেছে ফুটবল বিশশ্ব।  দ্রুত প্রাক্তন ব্রিটিশ প্লেয়ারের সুস্থতাও কামনা করেছেন সকলে।
 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News