নর্থইস্ট এফসিতে সই করলেন প্রাক্তন ঘানা অধিনায়ক আসামোয়া

  • আইএসএলে যোগ দিলেন ঘানার প্রাক্তন অধিনায়ক
  • নর্থ ইস্টের হয়ে সই করলেন প্রাক্তন ঘানা ফুটবলার আসামোয়া জ্ঞান
  • ভারতীয় ফুটবলে বাজিমাৎ করতে চাইছেন জ্ঞান
  • ভারতীয় ফুটবল নিয়ে উচ্ছ্বসিত এই ঘানার বিদেশি

debojyoti AN | Published : Sep 19, 2019 11:41 AM IST / Updated: Sep 19 2019, 05:18 PM IST

ঘানার তারকা ফুটবলারকে এবার আইএসএলে সই করালো উত্তর পূর্বের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড। প্রাক্তন ঘানা জাতীয় দলের অধিনায়ক আসামোয়া জ্ঞানকে আগামী আইএসএল মরশুমের জন্য সই করালো এই ক্লাব। আগামী মরশুমে দুরন্ত পারফর্ম করে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে খেলেছিল এই দল। সেমিফাইনালে একটুর জন্য বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল নর্থ ইস্টকে এবার আইএসএলে আরও দৃঢ় ভাবে লড়াই করতে প্রাক্তন ঘানা অধিনায়ককেই দলে নিয়ে ফললো নর্থ ইস্টের এই ফুটবল ফ্রাঞ্চাইজি।

জানতে পড়ুন, চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছেন রোনাল্ডো, শাস্তি কমলেও রিয়ালের বিরুদ্ধে নেই নেইমার


ঘানা জাতীয় ফুটবল দলের হয়ে ৪০০ ম্যাচ খেলেছেন এই ফুটবলার। পাশাপাশি জাতীয় দলের হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছন এই ফুটবলার। ফুটবলার হিসাবে ঘানার জাতীয় দলের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলেছন এই ফুটবলার। পাশাপাশি তাঁর অধিনায়কত্বে ২বার আফ্রিকা কাপ অব নেশনে রানার আপ হয়েছে ঘানা দল। এবার ঘানা থেকে সরাসরি ভারতে উড়ে এসে ভারতের নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে মাঠে নামতে চলেছে এই ফুটবলার। ৩৩ বছর বয়সের এই ফুটবলারকে ঘিরে এবার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে নর্থ ইস্ট।

আরও পড়ুন, মেসির পর ড্র রোনাল্ডোর জুভেন্তাসের, ৩ গোলে জয় পিএসজি ম্যানসিটি ও বায়ার্নের


এই ফুটবলারকে নিয়ে ফ্রাঞ্চাইজির তরফ থেকে নর্থ ইস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রিয়া পঞ্চল বলেন, 'আমরা এমন ফুটবলার পেয়েছি এটা আমাদের ভাগ্য। জ্ঞানের অভিজ্ঞতা ও তাঁর স্কিলের কোনও তুলনা হবে না। ফুটবলার হিসাবে দুরন্ত জ্ঞান। আশা করি আগামী দিনে আরও ভালো খেলবে আসামো। বিশ্ব ফুটবল মাতিয়েছেন তিনি। এবার এখানে তাঁর ছাপ ফেলবেন তিনি সেই নিয়েও আশাবাদি আমরা।'
একই সঙ্গে এই বিষয় নিয়ে জ্ঞান বলেন, 'আমি আমার জীবনের এই নয়া অধ্যায় শুরু করতে খুব উত্তেজিত। আমি ভারতবর্ষের ফুটবল, সমর্থক সব বিষয়ে আলাদা করে জেনেছি। এমনকি ক্লাবের ব্যাপারেও অনেক কিছু শুনেছি। আমি ফুটবল নিয়ে খুব আশাবাদি ও আত্মবিশ্বাসী। আশা করি খুব ভালো একটা মরশুম কাটাতে পারবো।'
 

Share this article
click me!