বিশ্বকাপ কোয়ালিফায়ার স্টেজে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আবাসিক শিবিরের আয়োজন করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। বুধবার দলকে নিয়ে এই সিদ্ধান্ত নেন স্টিমাচ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে দোহায় কাতারের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। সেপ্টম্বরের ১৫ তারিখে কাতারের বিরুদ্ধে ভালো ফল করার পর এবার বাংলাদেশের বিরুদ্ধে জয় চাইছেন ভারতীয় দল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কাতার ম্যাচকে ভুলে যেতে চাইছেন ভারতীয় দলের কোচ। এখন একমাত্র লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে জয়। বাংলাদেশের বিরুদ্ধে অক্টোবরের ১৫ তারিখে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে ভারতীয় দল। আর সেই ম্যাচে জয় নিশ্চিত করতেই গুয়াহাটিতে আবাসিক শিবিরের ব্যবস্থা করলেন ভারতীয় দলের কোচ। এই আবাসিক শিবিরে ফুটবলারদের ফিটনেস সহ স্কিল সব কিছু ফের একবার ঝালিয়ে নিতে চাইছেন স্টিমাচ।
আরও পড়ুন, খেতাবের লক্ষ্যেই খেলবে দল, মহমেডানের মুখোমুখি হওয়ার আগে বলছেন লাল হলুদ কোচ গার্সিয়া
বুধবার দল নিয়ে স্টিমাচ বলেন, 'আমাদের দলে কিছু চোট সমস্যা রয়েছে। বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আরও একটা নতুন চ্যালেঞ্জ। কাতারের বিরুদ্ধে ড্র হয়েছে। এই ম্যাচে ভালো ফল করার আশা রাখছি। আর সেই কারণে ফুটবলারদের আরও সাবলীল ভাবে তৈরি করতে হবে। দলের প্রতিটি ফুটবলারকে ফিট থাকতে হবে। সেই কারণে আবাসিক শিবিরে সবাইকে দেখে নিতে হবে।'
মঙ্গলবার রাতে এই আবাসিক শিবিরের জন্য ২৯ জনের দল ঘোষণা করেছেন ক্রোশিয়ার এই ভারতীয় কোচ। ৩ অক্টোবর থেকে এই আবাসিক শিবির করবে ভারত। আর তারপর ১৫ অক্টোবর এই ম্যাচের কিছুদিন আগে গুয়াহাটি থেকে কলকাতা উড়ে আসবে ভারত। আর ম্যাচকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন স্টিমাচ। পাশাপাশি কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ভারতীয় সমর্থকদের উপস্থিত থাকারও আবেদন করেছেন ভারতীয় কোচ। স্টিমাচ আরও বলেন, 'যুবভারতীতে আশা করি অসংখ্য পরিমানে ভারতীয় সাপোর্টার আসবেন আমাদের সমর্থন করার জন্য। যেটা আমাদের ফুটবলারদের জয়ের জন্য ঝাঁপাতে আরও সাহায্য করবে। তাই সবাইকে মাঠে ভির জমানোর আবেদন করছি।'