বাংলাদেশের বিরুদ্ধে জয়, অনুর্ধ্ব ১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়ন ভারত

Published : Sep 29, 2019, 06:07 PM IST
বাংলাদেশের বিরুদ্ধে জয়, অনুর্ধ্ব ১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়ন ভারত

সংক্ষিপ্ত

আবার ফুটবল মাঠে বাংলাদেশকে হারাল ভারত সাফ ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারাল পিন্টোর ছেলেরা ভারতের হয়ে গোল করলেন বিক্রম প্রতাপ ও রবি রানা প্রথমবার অনুর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়ন হল ভারত

আবারও ফুটবল মাঠে বাংলাদেশকে হারাল ভারতীয় দল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুর্ধ্ব ১৮ সাফ কাপের ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ফ্লয়েড পিন্টোর ছেলেরা। রবিবার জুনুয়রদেরল খেলা ছিল বেশ জমজমাট। খেলার শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিল ভারতীয়রা। তাই গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। ম্যাচ শুরু দুই মিনিটের মধ্যে ভারতীয় দলকে এগিয়ে দেন বিক্রম প্রতাপ সিং।  

আরও পড়ুন - মাঠে বানের জল, বাতিল ইস্টবেঙ্গল ম্যাচ, জর্জকে হারিয়ে কার্যত লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস

প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশের ইয়াসিন গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধেও খেলা হল জমজমাট। কিন্তু কোনও দলই গোলের দরজা খুলতে পারছিল না। খেলা যখন ইনজুরি টাইমে তখনই ভারতীয় দলের হয়ে জয় সূচক গোলটি করেন রবি বাহাদুর রানা। ২-১ গোলে ম্যাচ জিতে সাফ ফুটবলও জিতে নেয় ফ্লয়েড পিন্টোর ভারতীয় দল। 

আরও পড়ুন - পিএসজির জন্য জীবন দিতে পারি, ম্যাচ জিতেয়ে বলছেন নেইমার

অক্টোবরের ১৫ তারিখ বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। খেলা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার আগে ভারতের ছোটরা যে জয়ের রাস্তাটা দেখিয়ে দিলেন সুনীলদের। 

আরও পড়ুন - কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রঙ্গ অব্যাহত ভারতীয় ক্রিকেটে, এবার পদ ছাড়লেন শান্তা রঙ্গস্বামী

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ! স্টেডিয়ামের ভিতরে ঘটে যাওয়া ঘটনার দায় নিতে নারাজ শতদ্রু
Messi in Mumbai: রবির মুম্বইতে মেসি ম্যাজিক! রাজপুত্রর থেকে ফুটবল প্রশিক্ষণ খুদেদের, দেখা হবে সচিন-ধোনি-রোহিত-সুনীলের সঙ্গে?