এক ধাপ পিছিয়ে গেলেন সুনীলরা, দুরন্ত জয় ছোটদের

Published : Sep 19, 2019, 08:20 PM ISTUpdated : Sep 19, 2019, 08:43 PM IST
এক ধাপ পিছিয়ে গেলেন সুনীলরা, দুরন্ত জয় ছোটদের

সংক্ষিপ্ত

ফিফার তালিকায় এক ধাপ নামল ভারত সুনীলদের বর্তমান স্থানে ১০৪ নম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৫ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি ভারত অনুর্ধ্ব ১৬ এএফসির যোগ্যতা নির্নায়ক পর্বে বড় জয় ছোটদের

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় বেশ সারা জাগিয়ে শুরু করেছে ভারত। ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে এগিয়ে থেকে শেষ দশ মিনিটে জোড়া গোল খেয়ে হার হোক বা এশিয়ার সেরা দল কাতারের বিরুদ্ধে দোহায় গিয়ে ম্যাচ ড্র করা। স্টিমাচের দল কে শাধুবাদ জানিয়েছেন সবাই। দেশের ফুটবল প্রেমীদের মন জয় করতে পারলেও ফিফার বিচারে খুব একটা ভাল ফল পেল না  ভারত। এগিয়ে যাওয়া তো প্রশ্নই নেই, বরং একধাপ পিছিয়ে গেল ভারত। বৃহস্পতিবার নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। সেখানে ১০৩ থেকে নেমে ১০৪ নম্বের পৌছে গেল ভারতীয় দল। গুয়াহাটিতে সুনীলদের হারিয়ে ৮৪ নম্বরে উঠে এসেছে ওমান। তবে কাতার ধরে রেখেছে ৬২ নম্বর স্থান। জুলাই থেকে টানা আন্তর্জাতিক ফুটবলের মধ্য আছে ভারতীয় দল। কিন্তু তার পরও কেন ক্রম তালিকায় একধাপ পিছিয়ে যেতে হল ভারতকে সেটা অনেকের কাছেই বোধগম্য নয়।  

আরও পড়ুন - মিনি ডার্বিতে হার মোহনবাগানের, ভাবানীপুরকে হারিয়ে লিগ খেতাবের আরও কাছে পিয়ারলেস, শুক্রবার নামছে ইস্টবেঙ্গল

১৫ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তারপর সুনীলদের খেলা ১৪ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। এদিকে অন্য দলগুলের দিকে তাকালে দেখা যাচ্ছে এক নম্বর স্থান ধরে রেখেছে বেলজিয়াম। ব্রাজিলকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় স্থানে নেমে এসেছে ব্রাজিল। 

আরও পড়ুন - নর্থইস্ট এফসিতে সই করলেন প্রাক্তন ঘানা অধিনায়ক আসামোয়া

ভারতীয় সিনিয়র দল ফিফা ক্রম তালিকায় ওপরের দিকে উঠতে না পারলেও ভারতীয় ফুটবলের আগামী দিন যে উজ্জ্বল সেটাপ প্রমাণ দিয়ে গেল ভারতীয় দলের ছোটরা। অনুর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা নির্নায়ক পর্বের প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। প্রতিপক্ষকে ৫-০ গোলে হারিয়ে দিল ভারতীয় জুনিয়র দল। অক্রমণ, রক্ষণ বা মাঝমাঠ, তিন বিভাগেই দুরন্ত ফুটবল ভারতীয় জুনিয়র দলের। শুক্রবার বাহারিনের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় অনুর্ধ্ব ১৬ দল। 

আরও পড়ুন - জীবিকা বাঁচানোর লড়াই করছেন বাগানের প্রাক্তন ফুটবলার, মায়া নগরীতে উদয় কোনারের অসম লড়াই


 

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল