যুদ্ধে রাশিয়াকে সমর্থন বেলারুশের, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল দল

Published : Mar 01, 2022, 08:03 PM IST
যুদ্ধে রাশিয়াকে সমর্থন বেলারুশের, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল দল

সংক্ষিপ্ত

ইউক্রেনের (Ukraine) উপর রাশিয়ার (Russia) হামলা। ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশকে সমর্থন করেছে বেলারুশ (Belarus)। এবার বেলারুশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)।   

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের (Ukraine) উপর রাশিয়ার (Russia)  হামলা। এখনও আগ্রাসন কমায়নি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশ। ইতমধ্যেই বিশ্ব জুড়ে রাশিয়ার সমালোচনা শুরু হয়েছে। ক্রীড়া ক্ষেত্রেও পুতিনের দেশকে এক ঘরে করে দেওয়া হয়েছে। যার ফলে ঘরে বাইরে চাপ বাড়ছে রাশিয়ার দেশের উপর। একমাত্র দেশ হিসেবে রাশিয়াকে সমর্থন করেছে বেলারুশ (Belarus)। পুতিনের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে তারা। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা বেলারুশকেও এক ঘরে করেছে। এবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়ল ভারতীয় ফুটবলে (Indian Football)। চলতি মাসে বেলারুশের বিরুদ্ধে ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামি ২৩ মার্চ বাহরিনের (Bahrain) বিরুদ্ধে ও ২৬ মার্চ দুটি ফ্রেন্ডলি (Friendly) ম্য়াচ খেলার কথা ছিল ভারতীয় ফুটবল দলের। এশিয়ান কাপের (Asian Cup) প্রস্তুতি হিসেবে এই ম্য়াচ খেলার ছিল সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। কিন্তু এক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দুই বেলারুশ রাশিয়াকে সমর্থন করায় ম্য়াচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে। নিরাপত্তা ও রাশিয়াকে সমর্থনের জন্যই বেলারুশে বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বারত। এআইএফএফ (All India Football Federation) সচিব কুশল দাস জানিয়েছেন,'বেলারুশকে নিষিদ্ধ করে দেওয়ায় ওদের বিরুদ্ধে খেলতে পারব না আমরা। বাহরাইন ক্রমতালিকায় ৯১ নম্বরে। ওদের বিরুদ্ধেই দু’টি ম্যাচ খেলা যায় কি না দেখছি'। এখন দেখার বাহরিন ভারতের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্য়াচ খেলতে পারে কিনা। 

আরও পড়ুনঃএবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, কী জানালেন ফুটবল তারকা

আরও পড়ুনঃবিপন্ন মাতৃভূমি, ফুটবল ছেড়ে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত ইউক্রেনের জাতীয় ফুটবলারের

আরও পড়ুনঃযুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দেশের টেনিস তারকা, নিলেন মানবিক সিদ্ধান্ত

প্রসঙ্গত, রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় একাধিক ক্রীড়া সংস্থা পুতিনের দেশকে এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা ও উয়েফা ইতিমধ্যেই নির্বাসিত করেছে রাশিকে। যার ফলে চলতি বছরে কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। এছাড়া উয়েফার কড়া সিদ্ধান্তের কারণে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না কোনও রাশিয়ার ক্লাব। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও কটিন সিদ্ধান্তের পথে হেঁটেছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে আইওসি। আন্তর্জাতিক জুডো সংস্থা নির্বাসিত করেছে রাশিয়াকে। বিশ্ব তায়কোন্ডো সংস্থা পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিশ্ব জুড়ে একাধিক ক্রীড়া সংস্থা রাশিয়া ও বেলারুশকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। 

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল