
রাশিয়ার (Russia) হামলা বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসনের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। এখনও মিসাইল ও বোমের আওয়াজে ঘুমোতো যাচ্ছে ইউক্রেনবাসী। ঘুম ভাঙছে বারুদের গন্ধে। অনেকরই কাটছে বিনীদ্র রজনী। কিন্তু রুশ সেনার আগ্রাসন এখনও কমেনি। এই পরিস্থিতিতে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি এই উত্তর সকলেরই অজানা। ইউক্রেনে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাশিয়ার ভূমিকার সমালোচনায় মুখর হয়েছে গোটা বিশ্ব। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিত্বরাও সমালোচনা করছেন রাশিয়ান প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। যুদ্ধের (War) প্রতিবাদে সরব খেলার দুনিয়ার তারকারা। এবার 'যুদ্ধ নয়, শান্তি চাই'-এর বার্তা নিয়ে এগিয়ে এলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন পর্তুগীজ ফুটবল তারকা। পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তি আনার জন্য প্রার্থনা করছি।’রোনাল্ডোর ইনস্টাগ্রামে ৪০৭ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। বিশ্বের জনপ্রিয়া ক্রীড়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান তিনি। তাই সেখানেই শান্তির বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী রোনাল্ডোর রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলেন ইউক্রেনের গোলকিপার আন্দ্রি লুনিন। সেই সতীর্থের দেশের পাশে দাঁড়িয়েই শান্তির আবেদন জানিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের তারকা। ইউক্রেনের উপর রাশিয়ার নক্কারজনক আক্রমণের প্রতিবাদে রোনাল্ডোর বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রাশিয়ার জাতীয় বিমানসংস্থা এরোফ্লটের সঙ্গে ৪০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ চুক্তিও বাতিল করেছে। এবার শান্তির বার্তা দিলেন রোনাল্ডোও।
প্রসঙ্গত, রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় একাধিক ক্রীড়া সংস্থা পুতিনের দেশকে এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা ও উয়েফা ইতিমধ্যেই নির্বাসিত করেছে রাশিকে। যার ফলে চলতি বছরে কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। এছাড়া উয়েফার কড়া সিদ্ধান্তের কারণে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না কোনও রাশিয়ার ক্লাব। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও কটিন সিদ্ধান্তের পথে হেঁটেছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে আইওসি। আন্তর্জাতিক জুডো সংস্থা নির্বাসিত করেছে রাশিয়াকে। বিশ্ব তায়কোন্ডো সংস্থা পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিশ্ব জুড়ে একাধিক ক্রীড়া সংস্থা রাশিয়া ও বেলারুশকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃফুটবল থেকে নির্বাসিত হল রাশিয়া, খেলতে পারবে না বিশ্বকাপ, ঘোষণা ফিফার
আরও পড়ুনঃরাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের, চেলসির মালিকানা ছাড়লেন রোমান অ্যাব্রামোভিচ