২০ মিনিট দেরিতে শুরু হচ্ছে কলকাতা ডার্বি

কলকাতা ডার্বির জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি। পৌঁছে গিয়েছে দু'দল, তৈরি দর্শকরাও।

সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ২০ মিনিট দেরিতে শুরু হতে চলেছে কলকাতা ডার্বি। ম্যাচ শুরু হবে সন্ধে ৭টা বেজে ৫০ মিনিটে। জানা গিয়েছে, হায়দ্রাবাদ এফসি ও এফসি গোয়ার ম্যাচ বিদ্যুৎ বিভ্রাটের জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। সেই কারণেই টেলিভিশন সম্প্রচারের সুবিধার্থে কলকাতা ডার্বি দেরিতে শুরু হতে চলেছে। ইতিমধ্যেই দু'দলের প্রথম একাদশ ও পরিবর্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন কমলজিৎ, সার্থক, লালচুংগুঙ্গা, ইভান, জেরি, কিরিয়াকু, জর্ডান, মহেশ, হাওকিপ, ক্লেটন ও সুহের। পরিবর্ত হিসেবে আছেন পবন, অমরজিৎ, অনিকেত, তুহিন, এলিয়ান্দ্রো, লিমা, মোবাশির, অঙ্কিত ও সৌভিক। এটিকে মোহনবাগানের প্রথম একাদশে আছেন বিশাল, প্রীতম, হ্যামিল, শুভাশিস, আশিস, কাউকো, বুমোস, টাংরি, লিস্টন, মনবীর ও দিমিত্রিওস। পরিবর্ত হিসেবে আছেন আর্শ, সুমিত, পোগবা, নামতে, মাখহিউ, লেনি, কিয়ান, ফারদিন ও আশিক। ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন এবং এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। 

তবে ম্যাচ দেরিতে শুরু হলেও, দর্শকদের মধ্যে উন্মাদনার কোনও ঘাটতি নেই। যাঁরা ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই পৌঁছে যান, তাঁরা প্রথমে বুঝতে পারেননি কেন দেরিতে খেলা শুরু হচ্ছে। এই খবর পেয়ে অনেকেই অবাক হয়ে যান। তবে ই এম বাইপাস ও ভিআইপি রোডে যানজটের জন্য যাঁদের যুবভারতীতে পৌঁছতে একটু দেরি হয়েছে, তাঁদের পক্ষে এটা ভাল হয়েছে। দু'দলের ফুটবলাররা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে ধরে নিয়ে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছিলেন। কিন্তু ম্যাচ দেরিতে শুরু হওয়ায় তাঁদের ফের ওয়ার্ম আপ করে খেলার জন্য তৈরি হতে হবে। 

Latest Videos

আইএসএল-এর মতো প্রতিযোগিতায় অন্য ম্যাচে দেরি হওয়ার জন্য কলকাতা ডার্বি পিছিয়ে যাওয়া কোনওভাবেই অভিপ্রেত নয়। কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সেরা ম্যাচ। এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। সেই ম্যাচ কেন অন্য চ্যানেলে সম্প্রচারের ব্যবস্থা থাকবে না, সেই প্রশ্ন উঠছে। যে চ্যানেলে হায়দ্রাবাদ-গোয়া ম্যাচ দেখানো হচ্ছিল, ঠিক সন্ধে সাড়ে সাতটা বাজতেই সেই চ্যানেলে আইএসএল-এর ম্যাচ সরিয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখানো শুরু হয়ে গেল। কলকাতা ডার্বি দেখানোর ব্যবস্থা করা হল অন্য একটি চ্যানেলে। সেটাই যখন করা হল, তাহলে তো ঠিক সময়েই কলকাতা ডার্বি শুরু করা যেত।

আরও পড়ুন-

শেষমুহূর্তে টিকিটের হাহাকার, কলকাতা ডার্বি নিয়ে তুঙ্গে উত্তেজনা 

 

ডার্বির আগেই বাগানে অকাল বসন্ত, চাপ কাটাতে মরিয়া লাল-হলুদ শিবির 

 

গত ৫ কলকাতা ডার্বিতে কীভাবে জয় পেয়েছে এটিকে মোহনবাগান?

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News