গত ৫ কলকাতা ডার্বিতে কীভাবে জয় পেয়েছে এটিকে মোহনবাগান?

এখনও পর্যন্ত একবারও ইস্টবেঙ্গলের কাছে হারেনি এটিকে মোহনবাগান। গত ৫ কলকাতা ডার্বির রংই হয়েছে সবুজ-মেরুন। শনিবারও কি সেটাই হবে?

২০০৬ থেকে ২০০৮-এর মধ্যে টানা ৯টি কলকাতা ডার্বিতে অপরাজিত ছিল মোহনবাগান। তার মধ্যে টানা ৬ ম্যাচে জয় পেয়েছিল সবুজ-মেরুন শিবির। এবার এটিকে মোহনবাগানের জয়যাত্রা অব্যাহত। ইস্টবেঙ্গলের পক্ষে এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানকে হারানো তো দূর, ড্র করাও সম্ভব হয়নি। টানা ৫ ম্যাচে জয় পেয়েছে মেরিনার্সরা। তার মধ্যে আইএসএল-এ জয় ৪ ম্যাচে এবং একটি জয় এবারের ডুরান্ড কাপে। ফলে সাম্প্রতিক সময়ে কলকাতা ডার্বিতে সবুজ-মেরুনের নিরঙ্কুশ আধিপত্য। শনিবার কী হবে? ফের জয় পাবেন হুগো বুমোস, জনি কাউকোরা? এটিকে মোহনবাগানের অভিজ্ঞ ডিফেন্ডার প্রীতম কোটাল এবারও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি লাল-হলুদ শিবিরকে গুরুত্বই দিচ্ছেন না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে ডার্বি জিততে চান বলে জানিয়েছেন প্রীতম। এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোও জানিয়ে দিয়েছেন, তিনি নিজের দলকে নিয়েই ভাবছেন। প্রতিপক্ষ তাঁর ভাবনায় নেই। আত্মবিশ্বাসে ভরপুর বাগানে কি ফের দীপাবলির রোশনাই দেখা যাবে? লাল-হলুদ তাঁবুতে কি শৈত্যপ্রবাহই চলবে?

আইএসএল-এ প্রথমবার কলকাতা ডার্বি হয় ২০২০ সালের ২৭ নভেম্বর। সেটাই ছিল আইএসএল-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। সেই ম্যাচে সহজেই জয় পান রয় কৃষ্ণ, মনবীর সিংরা। ম্যাচের বিরতি পর্যন্ত কোনওরকমে সবুজ-মেরুন আক্রমণ ঠেকাতে পেরেছিল ইস্টবেঙ্গল রক্ষণ। কিন্তু ৪৯ মিনিটে কৃষ্ণ প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ৮৫ মিনিটে মনবীর দ্বিতীয় গোল করে সবুজ-মেরুনের জয় নিশ্চিত করেন। ২-০ গোলে জয় পায় এটিকে মোহনবাগান। 

Latest Videos

আইএসএল-এ দ্বিতীয়বার কলকাতা ডার্বি হয় ২০২১-এর ১৯ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় মেরিনার্সরা। সেই ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল করে বাগানকে এগিয়ে দেন কৃষ্ণ। ৪১ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার রাজু গায়কোয়াড়ের লম্বা থ্রো বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সবুজ-মেরুন ডিফেন্ডার তিরি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের আক্রমণের গতি বাড়ায় এটিকে মোহনবাগান। ৭২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান হাভি হার্নান্ডেজ।

২০২১-২২ মরসুমের আইএসএল-এ প্রথম কলকাতা ডার্বি হয় ২০২১-এর ২৭ নভেম্বর। সেই ম্যাচে সহজেই ৩-০ গোলে জয় পায় এটিকে মোহনবাগান। তবে এই ম্যাচে বাগানের জয়ের ব্যবধান বাড়লে অবাক হওয়ার কিছু ছিল না। একসময় মনে হচ্ছিল হয়তো ৬-৭ গোলে জিতবে সবুজ-মেরুন ব্রিগেড। ১২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন কৃষ্ণ। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মনবীর।২৩ মিনিটে গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের ভুলে ফের গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। অরিন্দমের হাত থেকে ছিটকে যাওয়া বল গোলে ঠেলে দেন লিস্টন কোলাসো। এরপর চোট পেয়ে অরিন্দম মাঠ ছাড়েন। পরিবর্ত গোলকিপার শুভম সেন আর গোল খাননি।

আইএসএল-এ এখনও পর্যন্ত শেষ কলকাতা ডার্বি হয় এ বছরের ২৯ জানুয়ারি। সেই ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ৫৭ মিনিটে গোল করেন ড্যারেন সিডল। তবে লাল-হলুদ সমর্থকদের মুখের হাসি কেড়ে নেন বাগানের পরিবর্ত স্ট্রাইকার কিয়ান নাসিরি। ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা জামশিদ নাসিরির ছেলে কিয়ান হ্যাটট্রিক করেন। ফলে ৩-১ গোলে জয় পায় এটিকে মোহনবাগান।

এরপর এবারের ডুরান্ড কাপে সুমিত পাসির আত্মঘাতী গোলে ১-০ জয় পায় মেরিনার্সরা।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিচ্ছেন না প্রীতম, নিজেদের নিয়েই ভাবছেন বাগান কোচ 

 

এটিকে মোহনবাগান এগিয়ে থেকেই মাঠে নামছে, দাবি ক্লেটন সিলভার 

 

ডার্বি জিতে সমর্থকদের উপহার দিতে চাই, বার্তা শুভাশিস-লিস্টনের

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু