শনিবার আইএসএলে (ISL) মুখোমুখি এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ATK Mohun Bagan vs Odisha FC)। ম্য়াচ জিতলে লিগ টেবিলের শীর্ষে ওঠার হাতছানি জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)দলের। অপরদিকে লড়াই দিতে প্রস্তুত ওড়িশা এফসি।
অ্যান্টোনিও লোপেজ হাবাস জমানা এখন অতীত। পরপর চার ম্যাচে জয় অধরা তাকার গ্লানিও আর নেই। নতুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) দলের সঙ্গে যোগ দিয়েই রাশ অনেকটা ধরে নিয়ছেন। শেষ ৩ ম্য়াচে ২টি জয় পেয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও একটি ম্য়াচ ড্র। শেষ ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল না খেলে টানা তিন জয় পেকেট পুরে ফেলতেন সবুজ-মেরুণের নতুন স্প্যানিশ কোচ। এরইমধ্যে দলের রক্ষণের শক্তি বাড়াতে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। যদিও তিনি কবে মাঠে নামবেন সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার আইএসএলে এটিকে মোহনবাগান মুখোমখি হতে চলেছে ওড়িশা এফসির (Odisha FC)। এই ম্য়াচ জিততে পারলে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগও থাকছে জুয়ান ফেরান্দোর দলের কাছে। অপরদিকে জুয়ান ফেরান্দোর দলকে হারিয়ে লিগ টেবিলে উপরে উঠতে মরিয়া ওড়িশা এফসিও।
আত্মবিশ্বাসী সবুজ-মেরুণ ব্রিগেড-
আক্রমণাত্নক ফুটবলই পছন্দ এটিকে মোহনবাগানের বর্তমান কোচ জুয়ান ফেরান্দোর। কলকাতার বড় ক্লাবের দায়িত্ব নিয়েই তা আরও প্রমাণ করেছেন তিনি। তবে সামনে কঠিন লড়াই রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডের। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ চেবিলের চতুর্থ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ওড়িশার বিরুদ্ধে জিততে পারলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে ফেরান্দোর দলের কাছে। কিন্তু লিগ টেবিলের সপ্তম স্থান পর্যন্ত দলগুলির পয়েন্টর ব্যবধান কম থাকায় কোনও ভুল হলেই বড়সড় খেসারত দিতে হতে পারে সেটাই জানা সবুজ-মেরুণ কোচের। ফলে রক্ষণে যে ভুল-ত্রুটি রয়েছে তনুশীলনে শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। আক্রমণ বিভাগের ফুটবলাররা ঘুড়িয়ে ফিরিয়ে সকলে গোলের মধ্যে থাকায় কিছুটা চিন্তা দূর হয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। কিন্তু কার্ড সমস্যায় ওড়িশা ম্যাচে খেলতে পারবেন না হুগো বুমোস। পাশাপাশি কার্ল ম্যাকহিউও নেই। চোটের কারণে অনিশ্চয়তা রয়েছে অমরিন্দর সিংহ, দীপক টাংরিকে নিয়েও। তবে ওড়িশার বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুণ ফুটবলাররা।
লড়াই দিতে প্রস্তুত ওড়িশা-
পরপর চার ম্য়াচে জয় অধরা থাকার পর শেষ ম্যাচে লিগ টেবিলের উপরের দিকে থাকা মুম্বই সিটি এফসিকে ৪-২ ব্যবধানে হারিয়ে চমক দিয়েছে ওড়িশা এফসি। হারানো আত্মবিশ্বাসও অনেকটা ফিরে পেয়েছে কিকো রামিরেজের দল। তাই শনিবার এটিকে মোহনবাগানকে লড়াই দিতে প্রস্তুত ওড়িশাএফসি। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও, নিজের দলের শক্তির উপর ভরসা রেখেই ঘুটি সাজাচ্ছেন ওড়িশা কোচ। ক্যাবরেরা, জেরি, জনাথাসরা গত ম্য়াচে গোল পেয়েছেন। ছন্দে রয়েছেন হার্নান্ডেজও। তবে ওড়িশা কোচেরও মাথা ব্য়াথার কারণ হল রক্ষণ। সেই কারণে রক্ষণের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কিকো রামিরেজ। বর্তমানে ৯ ম্য়াচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ওড়িশা। এটিকে মোহনবাগানকে হারাতে পারলেই চতুর্থ স্থানে ওঠার সুযোগও রয়েছে ওড়িশার কাছে।
ম্যাচ প্রেডিকশন-
একদিকে গত ম্যাচ শেষ মুহূর্তে গোল হজম ককে জয় হাতছাড়া করেছে এটিকে মোহনবাগান। অপরদিকে,শক্তিশালী মুম্বইকে হারিয়েছে ওড়িশা এফসি। ফর্মের দিক থেকে দেখলে প্রতিযোগিতায় দুই দলের ফর্মই ওঠা নামা করেছে। তবে শক্তির বিচার করলে এটিকে মোহনবাগান অনেকটা এগিয়ে ওড়িশার থেকে। ফুটবল বিশেষজ্ঞরা এটিকে মোহনবাগানকেই এগিয়ে রাখছে ওড়িশার বিরুদ্ধে।