ISL 2021-22, দুরন্ত শুরু বেঙ্গালুরু এফসির, নর্থইস্টকে হারাল ৪-২ গোলে

আইএসএল ২০২১-২২-এর (ISL 2021-22)  প্রথম ম্যাচে জয় পেল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। নর্থইস্ট ইউনাইটেডকে (NorthEast United) হারাল ৪-২ গোলে। জয় দিয়ে অভিযান শুরু করতে পেরে খুশি বেঙ্গালুরু।

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) শেষ মরসুম একেবারেই ভালো যায়নি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। তবে এবার চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য দলের,তা আগেই  জানিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। প্রথম ম্য়াচে দুরন্ত শুরু করল বেঙ্গালুরু এফফসি। শুক্রবার প্রথম ম্য়াচে এটিকে মোহনবাগান  (ATK Mohn Bagan)৪-২ গোলে হারিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) । দ্বিতীয় ম্য়াচেও ঠিক একই ফলের পুনরাবৃত্তি ঘটল। নর্থ ইস্ট ইউনাইটেডকে (NorthEast United) ৪-২ গোলে হারাল সুনীল ছেত্রী , জইশ রানে, ক্লেইটন সিলভারা। দল জিতলেও এদিন ম্য়াচে গোল পাননি সনীল ছেত্রী। তবে প্রথম ম্য়াচে বড় ব্যবধানে জয় পেয়ে খুশি বেঙ্গালুরু এফফসি। 

এদিন ম্য়াচের প্রথম থেকেই  দুরন্ত ছন্দে খেলা শুরু করে বেঙ্গালুরু এফসি। ৪-২-৩-১ ছকে দল সাজায় বেঙ্গালুরু কোচ। অপরদিকে, ৪-৩-৩ ছকে দল সাজান নর্থইস্ট ইউনাইটেড কোচ খালিদ জামিল। প্রথম দিকে একটু প্রতিপক্ষকে মেপে নিয়েও আক্রমণে ওঠে বেঙ্গালুরু। একের পর এক আক্রমণ গড়ে তোলার ফলও মেলে ম্য়াচের ১৪ মিনিটে। ক্লেইটন সিলভার গোলে এগিয়ে যায় মার্কো পেজ্জাউলির দল। যদিও প্রথম গোলের লিড বেশিক্ষণধধরে রাখতে পারেনি বেঙ্গালুরু। ম্যাচের ১৭ মিনিটে দেশর্ন ব্রাউনের গোলে ম্য়াচে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড। সমতায় ফিরে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলেও, ম্য়াচের ২২ মিনিটে দুর্ভাগ্যক্রমে  নর্থইস্টের মাশুর শেরিফের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় বেঙ্গালুরু। তিন মিনিটের মধ্যে ফের সমতায় ফেরে খালিদ জামিলের দল। মাথিয়াস কউরিয়রের গোল করে ফলাফল ২-২ করে। 

Latest Videos

আরও পড়ুনঃInd vs Nz- ইডেনে ম্য়াচ দেখে রাতে কীভাবে বাড়ি ফিরবেন, জানুন থাকছে কী ব্যবস্থা

আরও পড়ুনঃInd vs Nz- কোভিড আবহে ইডেনে ম্য়াচ, দর্শকদের মানতেই হবে এই নিয়মগুলি

২-২ গোলে সমতায় ফেরার বেশ কিছু সময় ম্য়াচে তু্ল্য়মূল্য লড়াই হয়।  দুই দলই আরও বেশকিছু সুযোগ তৈরি করে কিন্তু তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৪২ মিনিটে ফের এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। জয়েশ রানে গোল করে দলের পক্ষে ব্যবধান ৩-২ করে। ম্যাচের প্রথমার্ধে আর কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুনীল ছেত্রীরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতায় ফেরায় একাধিক চেষ্টা করে নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু একাধিক সুযোগ তৈরি করলেও বেঙ্গালুরু এফসির জমাটি রক্ষণ ভাঙতে সমর্থ হয়নি। উল্টে ম্য়াচের ৮২ মিনিটে চতুর্থ গোল হজম করে সব আশা শেষ হয়ে যায় নর্থ ইস্টের। বেঙ্গালুরুর হয়ে চতুর্থ গোল  করেন  প্রিন্স ইবারা।  শেষ পর্যন্ত ৪-২ গোলেই ম্যাচ জেতে বেঙ্গালুরু এফসি। ২৪ নভেম্বর বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ ওড়িশার বিরুদ্ধে। অপরদিকে, ২৫ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেডের পরবর্তী ম্য়াচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। আইএসএলের প্রথম দুই ম্যাচে হাই স্কোরিং ম্যাচ দেখে খুশি ফুটবল সমর্থকরা। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন