'গোট' বিতর্কে একদা সতীর্থ রোনাল্ডোর থেকে মেসিকেই এগিয়ে রাখলেন রুনি

  • বেকহ্যামের পর রুনির ভোটও গেল মেসির দিকে
  • রোনাল্ডোর থেকে মেসিকেই এগিয়ে রাখলেন রুনি
  • প্রাক্তন সতীর্থরও প্রশংসাও করেছেন ইংল্যান্ড তারকা
  • মেসি ও রোনাল্ডো দুজনকেই মহাতারকা আখ্যা রুনির
     

Sudip Paul | Published : Apr 21, 2020 10:36 AM IST

করোনা ভাইরাস মহামারীর মধ্যেই ফুটবল বিশ্বে যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম হল মেসি বনাম রোনাল্ডো। সেরা কে? লকডাউনের জেরে অবসর সময়ে নিজেদের মতামতও জানাচ্ছেন ফুবল কিংবদন্তীরা। সোমবারই মেসিকে এগিয়ে রাখার কথা সাক্ষাৎকারে বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারা প্লেয়ার ডেভিড বেকহ্যাম। এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অপর কিংবদন্তী ও ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েন রুনিরও ভোট পেলেন লিওনেল  মেসি। রোনাল্ডোর থেকে মেসিকেই এগিয়ে রাখলেন রুনি। রোনাল্ডো ও রুনি দীর্ঘদিন একসঙ্গে ম্যান ইউ-তে খেলেছেন। বহু য়ুদ্ধের সাক্ষী তারা। দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছে এই জুটি। তাই মেসিকে সেরা হিসেবে বেছে নেওয়ার আগে রোনালদোর কাছে ক্ষমা চেয়েও নিয়েছেন রুনি।

আরও পড়ুনঃলকডাউনে কপিল দেবের নয়া লুক, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুনঃকরোনা ভাইরাসের জেরে টেস্ট ক্রিকেটে বন্ধ হতে পারে বলের পালিশ, মনে করেন প্যাট কামিন্স

ইংল্যান্ডের একটি সংবাদপত্রে নিজের কলামে রুনি লিখেছেন, ‘রোনালদোর সঙ্গে আমার বন্ধুত্ব থাকা সত্ত্বেও আমি মেসিকেই বেছে নেব। এটা এই কারণে যে, আমি জাভি ও পল স্কোলসের খেলা পছন্দ করতাম। মেসির খেলায় ভিন্ন কিছু আছে। আমি তার উদ্বেগহীনতার কথা বলছি, আমি মনেই করতে পারি না যে, গোল করার জন্য মেসিকে খুব জোরে কখনো শট নিতে দেখেছি। সে কেবল বলকে ঘুরিয়ে দেয়। বিষয়টাকে অনেক সহজ করে তোলে।’ মেসি ও রোনাল্ডোর তুলন করতে গিয়ে রুনি বলেছেন, রোনালদো ডি-বক্সে নির্মম, একজন খুনি। তবে মেসি হত্যা করার আগে আপনাকে নির্যাতন করবে। মেসি সঙ্গে থাকলে, সে অনেক মজাদার করে তোলে, যা আপনার মনে ছাপ রেখে যাবে। দুজনই অনেক গোল করে খেলা ঘুরিয়ে দিয়েছে। তবে আমার মনে হয় না দুজনকে কখনো মেলানো যাবে।’

আরও পড়ুনঃ১১ দেশের ১১ প্লেয়ার, অভিনব টি-টোয়েন্টি টিম বাছলেন জাফর,দলে নেই কোহলি,ধোনি

মেসিকে এগিয়ে রাখলেও, রোনাল্ডোর প্রশংসা করেছেন রুনি। বেকহ্যাম দল ছাড়ার পর স্পোর্তিং লিসবন থেকে রোনালদোকে কিনে আনে ইউনাইটেড। তখন মূলত উইঙ্গার হিসেবেই খেলতেন তিনি। গোল দেওয়ার দিকে নজর ছিল কম। ধীরে ধীরে পরিশ্রম করে বর্তমান জায়গায় পৌঁছেছেন তিনি। রুনি বলেছেন,'আমরা যখন একসঙ্গে খেলা শুরু করি ম্যান ইউ-এ, ও কিন্তু গোলের সামনে খুব একটা তীক্ষ্ণ ছিল না। তবে রোনাল্ডোর মধ্যে বরাবর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল তাগিদ ছিল।” আরও লিখেছেন, “টানা অনুশীলনের মাধ্যমে ও নিজেকে এই উচ্চতায় নিয়ে গিয়েছে এবং মানতে বাধা নেই, এই মুহূর্তে ওর মতো গোলের খিদে কারও মধ্যে নেই। এই প্রজন্মে এখনও পর্যন্ত মেসি এবং রোনাল্ডোই দুই সেরা মহাতারকা।'


 

Share this article
click me!