ইপিএল না হলে লিভারপুলকে চ্যাম্পিয়ন করার পক্ষে সওয়াল করলেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফারিন

  • করোনা ভাইরাস মহামারীর জন্য স্থগিত ইপিএল সহ একাধিক লিগ
  • ইপিএলে ২৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষ স্থানে রয়েছে লিভারপুল
  • ফলে টুর্রনামেন্ট না হলে লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব
  • লিভারপুলের পক্ষে ব্যাটন ধরলেন উয়েফা প্রেসিডেন্ট  আলেকজান্ডার সেফারিন
     

Sudip Paul | Published : Apr 8, 2020 2:25 PM IST / Updated: Apr 08 2020, 07:56 PM IST

করোনা ভাইরাসের তাণ্ডবে সবথেকে বেশি প্রভাব পড়েছে ইউরোপের দেশগুলিতে। ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন সহ একাধিক দেশে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার জেরে শুধু ইউরোপ নয় বিশ্ব জুড়ে বন্ধ সমস্ত স্পোর্টিং ইভেন্ট। বন্ধ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ, ফরাসী লিগ, চ্যাম্পিয়নস লিগ সহ সমস্ত ফুটবল টুর্নামেন্ট। করোনার কারণে বিশ্ব জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ফুটবল খেলীয় দেশ ও ক্লাবগুলি। যদিও সাহায্যের আশ্বা দিয়েছে ফিফা। কিন্তু করোনা ভাইরাসের কারণে সমস্ত ফুটবল টুর্নামেন্ট বন্ধ হওয়ায় সব থেকে বেশি আফশোস হচ্ছে হয়তো লিভারপুল ক্লাবের। কারণ প্রায় তিন দশক পর প্রায় লিগ জয় নিশ্চিত ছিল লিভারপুলের। লিগ টেবিলেও ধরা ছোয়ার বাইরে ছিল মহম্মদ সালহা, ফিরমিনোরা। ইপিএল স্থগিত হওয়ার আগে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট ছিল লিভারপুলে। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সঙ্গে তফাৎ ছিল ২৫ পয়েন্টের। ফলে লিভারপুলের লিগ জয় ছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ৬৫ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হল বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি,খরচ হবে করোনা আক্রান্তদের চিকিৎসায়

আরও পড়ুনঃলকডাউনে বিরাট কোহলিকে 'টেনিস অ্যাট হোম' চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রজার ফেডেরার

যদিও উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফারিন মনে করেন, যে কোনও অবস্থায় এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুলের প্রাপ্য। তাঁর কথায়,করোনাভাইরাস অতিমারিতে এ বারের লিগ বাতিল হলেও মহম্মদ সালাহদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত।  উয়েফা প্রেসিডেন্ট বলেছেন, ‘‘খেতাব জিতেই লিভারপুল এ বার লিগ শেষ করবে। অন্য কিছু ঘটার অবকাশ নেই। যদি বাকি ম্যাচ খেলা হয় তা হলেও ওদের থামানো যাবে না।’’ যোগ করেছেন, ‘‘এখন কথা হচ্ছে, লিগ শেষ করা না গেলে কী হবে? সে ক্ষেত্রে অন্য কোনও রাস্তা অবশ্যই সবাইকে একসঙ্গে খুঁজে বার করতে হবে। এবং এখানেও লিভারপুলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। হতে পারে ফাঁকা স্টেডিয়ামে বাকি ম্যাচের আয়োজন করলে ফুটবলপ্রেমী মানুষ হতাশ হবেন। এবং সব কিছু আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া হলেও হয়তো অনেকের খারাপ লাগবে। কিন্তু যা-ই হোক না কেন, খেতাবটা লিভারপুলেরই প্রাপ্য।’’

আরও পড়ুনঃবাড়তে চলেছে ঘরোয়া ক্রিকেটারদের বেতন, করোনা আতঙ্ক কাটলে ঘোষণা বিসিসিআই-এর

Share this article
click me!