আজ মিউনিখে মহারণ, বজায় থাকবে রোনাল্ডোদের জয়ের ধারা, নাকি ঘুড়ে দাঁড়াবে জার্মানি

Published : Jun 19, 2021, 07:02 PM IST
আজ মিউনিখে মহারণ, বজায় থাকবে রোনাল্ডোদের জয়ের ধারা, নাকি ঘুড়ে দাঁড়াবে জার্মানি

সংক্ষিপ্ত

আজ ইউরোতে মেগা ফাইট মুখোমুখি পর্তুগাল বনাম জার্মানি দ্বিতীয় জয় পেতে মরিয়া রোনাল্ডোর দল অপরদিকে প্রথম জয় পেতে মরিয়া জার্মানি  

আজ ইউরোর গ্রুপ অফ ডেথ 'এফ' গ্রুপের আরও একটি রুদ্ধশ্বাস লড়াই। মিউনিখে পর্তুগাল বনাম জার্মানির মহারণ দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব। প্রথম ম্য়াচে হাঙ্গেরির বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। অপরদিকে ফ্রান্সের বিরুদ্ধে হার দিয়ে ইউরো অভিযান শুরু করেছে থমাস মুলার, টনি ক্রিস, ম্যানুয়্যাল নয়্যাররা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে একদিকে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া পর্তুগাল, অপরদিকে জয়ে ফিরতে মরিয়া জার্মানি।

হাঙ্গেরির বিরুদ্ধে ৩ গোলে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করতে পেরে আত্মবিশ্বাসে ভরপুর ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্য়াচে পর্তুগালের টোটাল ফুটবল ভরসা দিচ্ছে পর্তুগাল কোচ ফার্নান্ডো স্য়ান্টোসকে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচেই দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল পাওয়া। কারণ রোনাল্ডো গোলের মধ্যে থাকলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা সকলেরই জানা। সব মিলিয়ে জার্মানির বিরুদ্ধে কঠিন ম্যাচ হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পর্তুগাল।

অপরদিকে, প্রথম ম্য়াচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছিল জোয়াকিম লো-র দলকে। ম্য়াট হ্যামুলসের আত্মঘাতী গোলে হারতে হয়েছিল ২০১৪-র বিশ্বজয়ীদের। আজ পর্তুগালের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ জার্মানি। ম্য়াচ অ্যাটাকিং ফুটবল খেলে প্রথমে গোল করে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য জোয়াকিম লো-র। গোলের জন্য মুলার, গ্যানাব্রি, হ্য়াভার্টজ, ক্রুসদের উপরই ভরসা রাখছেন জার্মান কোচ। সব মিলিয়ে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়াতে প্রস্তুত ৪ বারের বিশ্বজয়ীরা।

ম্যাচ প্রেডিকশন-
মিউনিখে ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ থাকবে জার্মানির। দুই দলের সামগ্রিক শক্তির বিচার করলে এগিয়ে রাখতে হবে জোয়াকিম লোর দলকে। কিন্তু রোনাল্ডো একাই তফাৎ গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী প্রতুগাল দল। অপরদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি। সব মিলিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মতে, আজকের ম্যাচে যেই দল প্রথম গোল করবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?