লক্ষ্য ২৮ বছরের ট্রফি খরা কাটানো, চিলি বিরুদ্ধে কোপা অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা

  • আজ কোপায় মাঠে নামছে আর্জেন্টিনা
  • লিওনেল মেসির দলের প্রতিপক্ষ চিলি
  • প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া নীল-সাদা ব্রিগেড
  • অপরদিকে চোট সমস্যা চিন্তায় রেখেছে চিলিকে
     

Sudip Paul | Published : Jun 14, 2021 7:11 AM IST

২৮ বছরের আন্তর্জাতিক ট্রফির খরা কাটাতে আজ মধ্যরাত ২.৩০ থেকে কোপা আমেরিকা অভিযান শুরু করতে চলেছে মেসির আর্জেন্টিনা। ক্লাব জার্সিতে অসংখ্য শিরোপা জিতলেও, নীল-সাদা জার্সিতে মেসির ঝুলি এখনও ফাঁকা। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হার, পরপর দুটি কোপা ফাইনালে চিলির বিরুদ্ধে হার, সেই সব ক্ষত পেছনে আরও একবার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত মেসি, দি মারিয়া, আগুয়ারো , লরেটো মার্টিনেজরা। আজ প্রতিপক্ষ চিলির বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবনে নারাজ মেসির আর্জেন্টিনা।

আরও পড়ুনঃচেনা ছন্দে ব্রাজিল, ৩-০ গোলে জয় দিয়ে কোপা অভিযান শুরু নেইমারদের

Latest Videos

এই চিলির বিরুদ্ধে দুটি কোপা ফাইনাল হারতে হয়েছে নীল-সাদা ব্রিগেডকে। একইসঙ্গে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে চিলির বিরুদ্ধে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। তাই প্রতিযোগিতার প্রথম ম্যাচে নামার আগেই দলকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক মেসি। সতর্ক বার্তায় মেসি ড্রেসিং রুমে বলেছেন, 'ভুল শুধরে না নিতে পারলে আবারও কোপা-মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হতে পারে দেশে'। তবে এবারের আর্জেন্টিনা দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে অনেকটা শক্তিশালী। রক্ষণে দলকে ভরসা দিচ্ছেন  নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যালিয়াফিকো, মার্কোস অকুনারা। মাঝ মাঠে রয়েছেন প্যারেডস, রডরিগেজ, রড্রিগো ডি পল, লো সেলসো, পালাসিও, ডমিনগুয়েজ। এছাড়া তারকা খচিত নীল-সাদা অ্যাটাকিং লাইনে রয়েছেন লিও মেসি, দি মারিয়া, লরেটো মার্টিনেজ, সার্জিও আগুয়ারো, লুকাস ওকাম্পোস, নিকোলাস গঞ্জালেজ,  জে কোরেয়ারা। সব মিলিয়ে জয় দিয়ে কোপা অভিযান শুরু করতে মরিয়া আর্জেন্টিনা। 

আরও পড়ুনঃইউরোতে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় ডাচদের, ইতিহাস তৈরি করল ইংল্যান্ডও

অপরদিকে, কোপা আমেরিকা শুরু আগে চোট সমস্যা চিন্তায় রেখেছে চিলিকে। চোটের কারণে প্রথম ম্যাচে দলের প্রধান স্ট্রাইকার আলেক্সিস স্যাঞ্চেসকে পাচ্ছে না দল। অনুশীলনে সময় চোট পান তিনি। এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। এছাড়াও প্রতিযোগিতা শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন দলের আরেক অভিজ্ঞ প্লেয়ার আর্তুরো ভিদাল। তবে এই দুই তারকা বাদ দিয়ে ইসলা, অ্যারানগুয়েজ, মিনা, মেনেসেস, ভারগাসদের উপর ভরসা রাখছেন চিলির কোচ মার্টিন লাসার্তে। সব মিলিয়ে সীমিত শক্তি নিয়েই মেসির দলকে কড়া টক্কর দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ২ বারের কোপা চ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ যৌবনের উষ্ণতায় ঘায়েল হবেন আপনিও, চিনে নিন নেইমারের সুপার হট অ্যান্ড সেক্সি বোনকে

ম্যাচ প্রেডিকশন-
ট্রফি ভাগ্য এখনও সাথ নি দিলেও, চিলির বিরুদ্ধে আজকের ম্যাচে দলগত শক্তির বিচারে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা দল। দেশের জার্সিতে দলকে সাফল্য এনে দিতে মরিয়া মেসি, দি মারিয়া, রেটো মার্টিনেজরা। তা ছাড়া সাম্প্রতিক ফর্মের বিচারেও এগিয়ে নীল-সাদা ব্রিগেড। সব দিক বিচার করেই আজকের ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
৪৮ ঘণ্টা পরেও গ্রেফতার নয়! প্রতিবাদে সরব বেগমপুরের বাসিন্দা, চলল পোস্টার হাতে তীব্র মিছিল