আজ আইএসএলের মেগা ফাইনালে মুখোমুকি কেরালা-হায়দরাবাদ, নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় দেশ

আজ আইএসএলের মেগা ফাইনাল (ISL Final)। মুখোমুখি কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি (Kerala Blasters vs Hyderabad FC)। প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে  ইভান ভুকোমানোভিচ ও মানোলো মারকুয়েজের দল।
 

আজ আইএসএলের মেগা ফাইনাল (ISL Final)। অবশেষে প্রায় দীর্ঘ ৫ মাসের লড়াইয়ের অবসান হতে চলেছে আজ। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে (fatorda stadium) মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters vs Hyderabad FC)। কররোনা আবহে এবারের আইএসএল ফাইনাল গিয়েছে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। কখনও একাধিক দলে থাবা বসিয়েছে অতিমারি ভাইরাস। যার ফলে একাধিক সময় স্থগিত হয়ে গিয়েছে খেলা। করোনার তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের সময় কখনও মনে হয়েছে এবার হয়তো বন্ধ হয়ে যাবে প্রতিযোগিতা। সবকিছু ধাক্কা সামলে গোটা প্রতিযোগিতা দর্শকশূন্য মাঠে হওয়ার পরে আজ আইএসএলের মেগা ফাইনাল হতে চলেছে পুরোপুরি ১০০ শতাংশ দর্শক নিয়ে। ফলে সম্পূর্ণ দর্শক ভর্তি স্টেডিয়ামের সামনেই চ্যাম্পিয়নশিপের লড়াই নামবে  হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স।

ট্রফি হাত ছাড়া করতে নারাজ কেরালা ব্লাস্টার্স-
এই নিয়ে তৃতীয়বার আইএসএলে ফাইনালে উঠল কেলারা ব্লাস্টার্স। এর আগে ২০১৪ সালে ও ২০১৬ সালে আইএসএল ফাইনালে উঠেছিল কেরালা। দুবারই ফাইনালে তৎকালীন দল এটিকের কাছে হারতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। সেমি ফাইনালে এবার আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার জামশেদপুরকে হারিয়ে কার্যত অঘটন ঘটিয়েই ফাইনালের টিকিট পাকা করেছে ইভান ভুকোমানোভিচের দল। তার আগে লিগ টপার হয়ে লিগ শিল্ড জিতেছিল জামশেদপুর। প্রথম  পর্বের খেলা ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয় পর্বের সেমি ফাইনালে ১-১ গোলে ড্র করে ২ লিগ মিল্য়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌছায় কেরালা। এর আগে ২ বার ফাইনালে উঠলেও ট্রফি অধরা থেকে গিয়েছে কেরেলার, তৃতীয়বার ট্রফি জিতেই মাঠ ছাড়তে চাইছেন ভ্য়াজকুয়েজ, ডিয়াজ, লুনারা। 

Latest Videos

 

 

প্রথমবার ফাইনালে হায়দরাবাদ এফসি-
এই প্রথমবার আইএসএল ফাইনালে উঠল হায়দরাবাদ এফসি। গোটা মরসুম জুড়ে ফর্মের চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়ে অবশেষে ফাইনালে পৌছেছে হায়দরাবাদ এফসি। তবে প্রথমবার ফাইনালে উঠেই কেল্লাফতে করতে মরিয়া হায়দরাবাদ দল। এই স্বপূরণের জন্য মানোলো মারকুয়েজের প্রধান অস্ত্রের নাম যে বার্থলোমেউ ওগবেচে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাও তিনি। এছাড়াও সিভেরিও, মহম্মদ ইয়াসির, জাও ভিক্টর সকলেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। অনুশীলনে যাবতীয় ভুল-ত্রুটি যা ছিল তা শুধরে দেওয়ার চেষ্টা করেছেন হায়দরাবাদ কোচ।  ফলে সব মিলিয়ে আইএসএল ফাইনালে ট্রফি জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর নিজামের শরের দল।

 

 

ম্যাচ প্রেডিকশন-
ফাইনালের মত মেগা ম্যাচে প্রেডিকশন করা খুবই কঠিন। যেখানে দুই দলেই রয়েছে একাধিক তারকা। তবে ওগোবেচে একটা বড় ফ্যাক্টর হতে পারে হায়দরাবাদের পক্ষে। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে যেই দল নার্ভ ধরে রেখে নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারবে ও সুযোগের সঠিক ব্যবহার করতে পারবে তারাই জয়ের হাসি হাসবে।    

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury