অবশেষে নির্বাসনের কবল থেকে মুক্তি, আর্জেন্টিনা দলে লিও মেসি

  • নির্বাসন কাটিয়ে ফের জাতীয় দলে মেসি
  • ১৫ নভেম্বর মেসিদের প্রতিপক্ষ ব্রাজিল
  • ৩ মাসের নির্বাসন শেষ লিও মেসির
  • মেসিকে নিয়ে এবার বড় জয় চাইছে আর্জেন্টিনা
     

Anirban Sinha Roy | Published : Nov 1, 2019 7:56 AM IST

জাতীয় দল থেকে তিন মাসের জন্য ছিটকে গিয়েছিলেন বার্সেলোনা তারকা ও আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ৩ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল মেসিকে। সেই কারণে তিন মাস জাতীয় ফুটবল দলের বাইরেই থাকতে হয়েছিল তাঁকে। কোপা আমেরিকার টুর্নামেন্টে রেফারির সঙ্গে খারাপ আচরণ একই সঙ্গে অফিশিয়ালদের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেওয়ার কারণে তিন মাসের জন্য তাঁকে নির্বাসিত করেছিল দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডেরেশন। তবে সেই নির্বাসনের সময়সীমা এবার শেষ। আর সেই কারণে এবার জাতীয় দলে ফেরানো হল মেসিকে।

আরও পড়ুন, দু’দিন লড়াই করেই অলিম্পিকে যেতে পারে ভারতীয় হকি দল

Latest Videos

নির্বাসনের কারণে জাতীয় দলের হয়ে চিলি, মেক্সিকো, জার্মান ও একুয়েডরের বিরুদ্ধে খেলতে পারেননি মেসি। তবে এবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেশের হয়ে নামবেন লিও মেসি। ব্রাজিলের বিরুদ্ধে ও উরুগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন লিও মেসি। আরবের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে ১৫ নভেম্বর মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দল। আর সেই ম্যাচে এবার মাঠে নামতে পারবেন লিও মেসি।

আরও পড়ুন, আইএসএলে চেন্নাইকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় এটিকের

আগামী ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা দলে লিও মেসিরা পাশাপাশি রয়েছেন সার্জিও আগুয়ারো, নিকোলাস গোঞ্জালেজ, পাওলো ডিবালা, নিকোলাস ডমিনেজ, রডরিগেজ, পেরেজ, মার্টিনেজ, মুসো সহ ওটামেন্ডির মতন ফুটবলারদের। এবার মেসিকে নিয়ে পুরোপুরি ভাবে আরও বড় আকারে জয়ে ফিরতে চাইছে আর্জেন্টাইন ফুটবল দল। এমনটাই জানানো হয় আর্জেন্টাইন ফুটবল সংস্থার তরফ থেকে।

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today