মেসির চোখ ধাঁধানো ফ্রি-কিকে মুগ্ধ গোটা বিশ্ব, তবুও জয় অধরা আর্জেন্টিনার

  • ড্র দিয়ে কোপা অভিযান শুরু আর্জেন্টিনার
  • চিলির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মেসির দল
  • অনবদ্য ফ্রি কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি
  • চিলির হয়ে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান ভারগাস
     

ভাগ্য যেন কিছুতেই সাথ দিচ্ছে না মেসির আর্জেন্টিনার। কোপা আমেরিকা শুরুতে জয় অধরা থেকে গেল নীল-সাদা ব্রিগেডের। চিলির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ২ বারের বিশ্বজয়ীরা। আর্জেন্টিনা ড্র করলেও, চোখ ধাঁধানে ফ্রিকে মেসির গোল আরও একবার অবাক করল ফুটবল বিশ্বকে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। চিলির হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান ভারগাস। ফলে কঠিন গ্রুপে প্রথম ম্যাচ ড্র করে হতাশ মেসি ও আর্জেন্টিনা কোচ স্কালোনি।

আরও পড়ুনঃইনিই বিশ্বের হট অ্যান্ড সেক্সি ফুটবল এজেন্ট, বিকিনি ফটো শুট দেখলে ঘাম ঝড়বে আপনারও

Latest Videos

এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাপায় আর্জেন্টিনা। পাল্টা রক্ষণ সামলে প্রতি আক্রমণ যাওয়ার রণনীতি চিলি। ম্য়াচের ৩৩ মিনিটের মাথায়  ডি লবক্সের বাইরে প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকে অসাধারণ দক্ষতায় বল জালে জড়িয়ে দিলেন মেসি। বাঁ পায়ের সুইংয়ের যাদুতে আরও একবার মন্ত্রমুগ্ধ হয় সকলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় চিলি। এমিলিয়ানো মার্টিনেজ, মেসির প্রাক্তন সতীর্থ আর্তুরো ভিদালের স্পট-কিক দুরন্তভাবে বাঁচিয়ে দিলেও ফিরতি বলকে জালে জড়িয়ে দেন ভার্গাস।

 

আরও পড়ুনঃ'কিং' কোহলি না 'কুল' উইলিয়ামসন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এগিয়ে কোন মহাতারকা

আরও পড়ুনঃবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবে বিরাট কোহলিরা,টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

ম্যাচ ফের সমতায় ফেরার পর আর্জেন্টিনা জয়সূচক গোলের জন্য ঝাপায়। একের পর এক আক্রমণ গড়ে তোলে। কিন্তু আর কোনও গোল আসেনি। ১-১ গোলে ড্র করেই কোপা অভিযান শুরু করল মেসির দল। ম্যাচ শেষে মেসি বলেন,'খুব জটিল ম্যাচ ছিল।' ড্র করে খুশি ভিদাল। তিনি বলেন,'ভাগ্য ভাল যে ড্র করতে পেরেছি। কঠিন ম্যাচ ছিল। মেসি সব সময় পরিকল্পনা পাল্টাতে বাধ্য করে।' প্রথম ম্যাচ ড্র করে হতাশ মেসি। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে। 

Share this article
click me!

Latest Videos

'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল