আইএসএলের নতুন মরসুম শুরুর আগে বেশ কয়েক জন প্লেয়ারের জন্য ঝাপিয়েছিল এটিকে মোহবাগান। তাদের মধ্যে অন্যকম ডিফেন্ডার আশুতোষ মেহতা। বেশ কয়েকমাস ধরে গুঞ্জনও শোনা যাচ্ছিল সবুজ মেরুণ জার্সিতেএবার দেখা যেতে পারে আশুতোষকে। অবশেষে সত্যি হল জল্পনা। এটিকে মোহনবাগান দলে ৩ বছরের জন্য সই করলেন আশুতোষ মেহতা। শুধু রক্ষণ নয়, অ্যাটাকিং সাইড ব্যাক হিসেবে এই মুহূর্তে দেশে আশুতোষের জুরি মেলা ভার। ফলে আসন্ন মরসুমের হাবাসের দলের শক্তি আরও বাড়ল।
গত মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ভাল খেলার পুরস্কার হিসেব জাতীয় দলে সুযোগ পেয়েছেন আশুতোষ। মুখ্য প্রশিক্ষক আন্তোনিয়ো লোপেজ হাবাস তাঁর খেলা বেশ পছন্দ করেন। আশুতোষকে জদলে নেওয়া প্রসঙ্গে বাগানের হেডস্যার বলেছেন'আশুতোষ কমপ্লিট ফুটবলার। ফিজিক্যাল ফিটনেস দারুণ। এরিয়াল বা উড়ে আসা বল দখলের লড়াইতে এবং টেতনিক্যালি খুবই দক্ষ। রক্ষণেকও বিভিন্ন পজিশনে খেলতে পারে। তিন, চার পাঁচ-যে কোনও রক্ষণ ফর্মেশনে ও সাবলীল। আশুতোষের কাছ থেকে পরের মরসুমে অনেক কিছু আশা করছি।'
এই মরসুমেই প্রথম নয় এর আগে মোহনবাগানকে আই লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। আইজলকেও খালিদ জামিলের প্রশিক্ষণে আই লিগ এনে দিয়েছিলেন রক্ষণ ভাগের এই ফুটবলার। ফের কলকাতায় ফিরতে পেরে খুশি আশুতোষ। জানিয়েছেন,'কলকাতা ফুটবলের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা রয়েছে। এটিকে মোহনবাগান ফ্যানেদের উচ্ছ্বাস, আবেগ, ক্লাবের প্রতি ভালোবাসার কথাও আমার জানা। তারকা সমৃদ্ধ দল এটিকে মোহনবাগান। প্রথম একাদশে জায়গা পাকা করাই আমার কাছে এখন চ্যালেঞ্জ।'
আশুতোষের যেমন প্রশংসা করেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। ঠিক পাল্টা কোচ ও দলের প্রশংসা করেছেন জাতীয় দলের এই ফুটবলার। বলেছেন, হাবাস স্যারের ফুটবল দর্শন ও হার না মানা মনোভাব আমার কাছে খুব প্রিয়। এটিকে মোহনবাগান টিমটার মধ্যে একটা দারুণ এতাত্মতা আছে। শেষ মিনিটে পর্যন্ত লড়াই করে। সেই ক্লাবে সই করতে পেরে আমি গর্ব অনুভব করছি। একইসঙ্গে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।