আজ লিওনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে মরিয়া ম্যানচেস্টার সিটি

• শেষ ষোলোর দুই পর্বেই রিয়াল মাদ্রিদ কে হারিয়ে আত্মবিশ্বাসী দি ব্রুইন-রা
• আজ কোয়ার্টার ফাইনালে অলিম্পিক লিওনের বিরুদ্ধে নামছে ম্যান সিটি
• শেষ ষোলোতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস-কে হারিয়েছে লিওন
• আজকের ম্যাচের বিজয়ীকে সেমি ফাইনালে খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে
 

Reetabrata Deb | Published : Aug 15, 2020 11:51 AM IST

স্বদেশীয় ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের কোয়ার্টার ফাইনালের হার না মানা লড়াই এবং রুদ্ধশ্বাস জয় থেকে অনুপ্রেরণা পাচ্ছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওন। আজ রাতে চলতি চ্যাম্পিয়ন্স লিগের শেষ কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে চলেছে তারা। লিওন কোচ রুডি গার্সিয়া জানিয়ে দিয়েছেন যে প্রথম কোয়ার্টার ফাইনালে পিএসজির পিছিয়ে পড়ে ফিরে আসা দেখে অনুপ্রেরণা পেয়েছেন তারা। যদিও সেই লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ আটালান্টাই কালো ঘোড়া ছিল। ওই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিল পিএসজি। আর আজকে লিওনের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি-ই ফেভারিট হিসেবে নামবে। তবে চলতি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফেভারিট অ্যাটলেটিকো মাদ্রিদ কে হারিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আর বি লেপজিগের মতো ক্লাব। সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন আজ মেমফিস দিপাইরা। 

আরও পড়ুনঃজীবন-মৃত্যুর সংকটে চেতন চৌহান, রাখা হয়েছে ভেন্টিলেশনে

Latest Videos

অপরদিকে চলতি মরশুমে লিগে ভালো ফর্মে ছিল না ম্যানচেস্টার সিটি। অনেক দুর্বল দলের কাছে তাদের হারতে হয়েছে তাদের এই মরশুমের জঘন্য ডিফেন্সের জন্য। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এই মরশুমের লা-লিগা জয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। চোটের জন্য দলের মূল স্ট্রাইকার সের্জিও আগুয়েরো না থাকলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। অসাধারণ ফর্মে আছেন কেভিন দি ব্রুইন। খাতায় কলমেও অনেক এগিয়ে তারা। ২০১৬ সালের পর প্রথমবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া তারা। 

আরও পড়ুনঃ১৫ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে নেই মেসি-রোনাল্ডো

আরও পড়ুনঃনিস্প্রভ মেসি, ৮-২ ফলে বায়ার্নের কাছে লজ্জার হার বার্সার

লিওনের এই ম্যাচে একমাত্র অস্ত্র আত্মবিশ্বাস। খাতায় কলমে তাদের জেতার কোনও আশা নেই। কিন্তু ম্যানচেস্টার সিটির দুর্বল রক্ষণের সুবিধা যদি নিতে পারেন অভিজ্ঞ ডাচ তারকা মেমফিস দিপাই, তাহলে অঘটন ঘটলেও ঘটতে পারে। ভুললে চলবে না লিগে অনেক দুর্বল দলের কাছেও ডিফেন্সের সমস্যায় ভুগতে হয়েছে সিটিকে। আজও সেই চেষ্টা করতেই মাঠে নামবেন মৌসা ডেমবেলে-রা।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
গার্ডেনরিচে নয়া মাইলফলক! আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের হাত ধরে আধুনিক ভেসেল নির্মাণের সূচনা!
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি