দুরন্ত ছন্দে স্প্যানিশ আর্মাডারা, নেশনস লিগে চেক রিপাবলিককে হারাল ২-০ গোলে

উয়েফা নেশনস লিগে (UEFA Nations League 2022) ফর্মে ফিরছে স্পেন। চেক রিপাবলিকের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল স্পেন (Spain vs Czech Republic)। ম্য়াচে স্পেনের হয়ে দুটি গোল করেন কার্লোস সোলের ও পাবলো সারাবিয়া। 
 

নেশনস লিগে ধীরে ধীরে ছন্দে ফিরছে স্পেন। পরপর দুটি ম্যাচে জয় পেল লুই এনরিকের দল। সুইজারল্যান্ডকে হারানোর পর চেক রিপাবলিককে হারাল  স্প্যানিশ আর্মাডারা। খেলার ফরল ২-০। ম্য়াচে স্পেনের হয়ে দুটি গোল করেন কার্লোস সোলের ও পাবলো সারাবিয়া। এই ম্য়াচ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এল প্রাক্তন ইউরো জয়ীরা। প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো করতে পারেনি স্পেন। প্রথম ম্য়াচে পর্তুগালের বিরুদ্ধে আটকে যায় এনরিকে ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিরুদ্ধে ড্র করে স্পেন। তৃতীয় ম্য়াচ থেকে জয়ের ফেরে মোরাতা, কোকে, আসেনসিও, ওলমোরা। এই চেক রিপাবলিকের বিরুদ্ধে প্রথম লেগে আটকে যাওয়ার পর দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়ে মধূর প্রতিশোধ নিতে পেরে খুশি স্প্যানিশ আর্মাডারা।

এদিন ম্য়াচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিল স্পেনের কোচ লুই এনরিকে। পাল্টা ৩-৪-৩ ছকে দল সাজিয়েছিল চেক রিপাবলিকের কোচ জারোস্লাভ সিলহ্যাভি। এদিন ম্য়াচের শুরু থেকেই ছন্দে পাওয়া যায় স্পেনকে। নিজেদের ঘরানার বল পজিশন ধরে তিকিতাকা ফুটবল খেলে এনরিকের ছেলেরা। বিপক্ষের পায়ে বল কার্যত একেবারেই দেননি তারা। মাঝ মাঠের দখল প্রথম থেকে নিজেদের দখলে নিয়ে নেয় স্পেন। তারপর একের পর এক আক্রণম শানাতে থাকে স্পেনের মাঝ মাঠ ও অ্যাটাকিং লাইন। যার ফলে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্য়াচের ২৪ মিনিটেই গোলের মুখ খুলে ফেলে স্পেন। কার্লোস সোলের গোল করে এগিয়ে দেন দলকে। এরপর আরও কিছু গোলমুখী আক্রমণ গড়ে তুলেছিল স্পেন। কিন্তু গোলের মুখ খোলেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

Latest Videos

আরও পড়ুনঃনেশনস লিগের ইতিহসে সবথেকে দ্রুত গোল, সুইসদের কাছে হার পর্তুগীজদের

আরও পড়ুনঃনেশনস লিগে হাঙ্গেরির বিরুদ্ধে আটকে গেল জার্মানি, বেলজিয়াম-ওয়েলস ম্য়াচও নিষ্ফলা

ম্যাচের দ্বিতীয়ার্ধেরও একই ছন্দে পাওয়া যায় স্পেনকে। তবে দ্বিতীয়ার্ধে একটু আক্রমণের মাত্রা বাড়িয়েছিল চেক রিপাবলিক। কয়েকটি আক্রমণ গোল করার মত সুযোগও তৈরি করেছিল চেক। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। অপরদিকে ছোট ছোট পাস খেলে গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় স্পেনও। যার ফল মেলে ম্য়াচের ৭৫ মিনিটে। পাবলো সারাবিয়া গোল করে স্পেনের পক্ষে ব্যবধান ২-০ করে। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ পায়নি চেক রিপাবলিক। তবে স্পেন সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়াতে পারত। তবে শেষ পর্যন্ত ২-০ গোলেই ম্যাচ জেতে ৩ পয়েন্ট ঘরেল তোলে স্পেন। এই  জয়ের ফলে ৪ ম্য়াচে ২ জয় ও ২ ড্রয়ের সৌজন্যে ৮ পয়েন্ট নিয়ে লিগ এ গ্রুপ টু-এর শীর্ষে স্থানে উঠে এল স্পেন। 

Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today