বাংলাদেশকে সমীহ করছেন ভারতীয় কোচ স্টিমাচ, দল নিয়ে আত্মবিশ্বাসী সুনীল ছেত্রী

  • মঙ্গলবার যুবভারতীতে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় দল
  • ফিফি কোয়ালিফায়ারে দলকে নিয়ে আত্মবিশ্বাস দেখালেন সুনীল
  • বাংলাদেশকে সমীহ করছেন ভারতীয় ফুটবল দলের কোচ স্টিমাচ
  • সুনীল ছেত্রীকে ছাড়াও ভালো দল ইন্ডিয়া বলছেন সুনীল নিজেই

সুনীল ছেত্রী ছাড়াই ভালো খেলতে পারবে ভারতীয় দল। এমনটাই মনে করছেন ফুটবল দলের অধিনায়ক সুনীল। মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। ফিফি বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। আর সেই ম্যাচের আগেই ভারতীয় দল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন সুনীল। ভারতীয় ফুটবল অধিনায়কের মতে, 'ভারত এই মুহূর্তে ভালো ছন্দে আছে। আর সুনীলকে ছাড়াও ভালো খেলতে পারবে দলের বাকি ফুটবলাররা।'

আরও পড়ুন, বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সেরা চার বাজি, এদের ওপরই ভরসা স্টিমাচের

Latest Videos

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক আরও বলেন, 'আমাকে ছাড়াও দল ভালো খেলতে পারবে। আমি বিশেষ কেউ নই। দলের ২৩ জন ফুটবলারই গুরুত্বপূর্ণ। তাঁরা সবাই ভালো ফুটবলার। শুধু আমার একটু বেশি অভিজ্ঞতা রয়েছে। দলের অধিনায়ক বলে আমি খেললেই দল জিতবে এমন কিছু নয়। তাই বাকিদের ওপর ভরসা রাখতে হবে। আমাকে ছা়ড়াই কাতারের বিরুদ্ধে ড্র করেছে দল। আর সেটাই আমাদের বিশ্বাস যুগিয়েছে। আর কাল যাঁরা খেলবে সবাই ভালো খেলবে বলে আশাবাদি আমরা।' তবে সুনীল নিজেকে সেই ভাবে জাহির না করতে চাইলেও। সোমবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ছেত্রীর প্রসংশায় ভরিয়ে দেন দলের কোচ আইগর স্টিমাচ। স্টিমাচ বলেন, 'সুনীল ছেত্রী ফুটবলার, মানুষ ও অধিনায়ক হিসাবে দারুণ। একজন মানুষ হিসাবেও খুব ভালো। এশিয়া মহাদেশে সুনীল ছেত্রী একটা নাম। আর মঙ্গলবার দল ভালো খেলবে সেই আশাও রাখছি।'

 

আরও পড়ুন, যুবভারতীতে ভারত-বাংলাদেশ লড়াই, ফুটবল উন্মাদনায় ফুটছে শহর

দলের অধিনায়ক ছেত্রী বাংলাদেশ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেও অন্যদিকে দলের কোচ এখনও পর্যন্ত সোমীহ করছে বাংলাদেশ ফুটবল দলকে। তাঁর মতে, 'বাংলাদেশকে কোনও দিনও ছোট করে দেখা উচিত নয়। ফেভারিট বলে কিছু হয় না। খেলায় হার জিত থেকেই থাকে। তাই আমাদের ভালো ফুটবল খেলতে হবেই। তবে ফেভারিট হিসাবে চাপটা একটু কম থাকে। দল নিয়ে আমি এই মুহূর্তে সন্তষ্ট। বেশ কিছু দিন অনুশীলনও হয়েছে। আর এই ম্যাচে ভালো ফল করবে দল সেই আশাও রাখছি।' কাতার ও বাংলাদেশের হারতে হয়েছে ভারতের মঙ্গলবারের প্রতিপক্ষ দল বাংলাদেশকে। আর কাতারের বিরুদ্ধে ড্র করেছে ভারতীয় দল। তাই এই ম্যাচে বাংলাদেশের তুলনায় কিছুটা এগিয়ে থেকেই মাঠে নেমে বাজিমাৎ করতে চাইছে ভারতীয় দল।

Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
Baruipur-এ TMC বনাম BJP! Suvendu Adhikari-র কনভয়ে হামলার চেষ্টা, রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর
IPL 2025: প্রথম ম্যাচের আগে KKR- দের জন্য জয়ধ্বনি! Shah Rukh Khan-রিঙ্কুতে মাতল Kolkata!
শুভেন্দুকে কালো পতাকা দেখাতেই...বারুইপুরে তুলকালাম! | Suvendu Adhikari Baruipur | BJP Protest
'একটা মূর্খ মুখ্যমন্ত্রী! সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলছে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari