কেবল কারে আতঙ্ক! ঝাঁপিয়ে পড়ে হাড় ভাঙল দুই ভারতীয় ফুটবলারের

সংক্ষিপ্ত

  • অল্পের জন্য রক্ষা পেলেন দুই ভারতীয় অনুর্ধ্ব ১৯ ফুটবলার
  • বর্তমানে তুরস্কে খেলছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ফুটবল দল
  • একদিনের ছুটি পেয়ে  অ্য়ামিউসমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন ফুটবলাররা
  • কেবল কারে উঠেই হয় বিপত্তি

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ভারতীয় অনুর্ধ্ব ১৯ ফুটবলার। তুরস্কে এক কেবল কারে উঠে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে অনেক উপর থেকেই ঝাঁপ মেরেছিলেন তাঁরা। জানা গিয়েছে হাড়ে চিড় ধরা ছাড়া বিশেষ ক্ষতি হয়নি তাঁদের। সুস্থ হতে দিন পনেরো লাগবে।

বর্তমানে এএফসি অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি হিসেবে তুরস্কে খেলতে গিয়েছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ফুটবল দল। শনিবার কোচ ফ্লয়েড পিন্টো ফুটবলারদের একদিনের জন্য ছুটি দিয়েছিলেন। ছুটির দিনে টিম হোটেলের সঙ্গে লাগোয়া অ্য়ামিউসমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন ফুটবলাররা। কেবল কার বা রোপ ওয়েতে ওঠার পর থেকেই ভয় পাচ্ছিলেন ফুটবলাররা।

Latest Videos

মাঝপথে কেবল কারটি কিছুক্ষণ থেমে থাকে। উপরে ঝুলে থাকা অবস্থায় আতঙ্কে সেখান থেকে ঝাঁপ মারেন অনুর্ধ ১৯ দলের অধিনায়ক ও রক্ষণভাগের এক ফুটবলার। টিম ফিজিও অবশ্য জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তাদের পায়ের হাড়ে সামান্য চিড় ধরা ছাড়া তাঁদের অন্য অসুবিধা নেই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস জানিয়েছেন, ঘটনারক বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।  

তুরস্কে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারতের অনুর্ধ্ব ১৯ দল। ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত ২-১ গোলে পরাজিত হলেও পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ১ গোলে জয় পায় ভারত। এরপরের ম্যাচে ভারতের সামনে রয়েছে জর্ডন। সৌদি আরবে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশির ২০২০-এর যোগ্যতা অর্জন পর্বের খেলা।
 

 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে বাঁচানোর জন্যই যোগ্যদের বলি দিলেন' বোমা ফাটালেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhiakri SSC Scam
‘মহরমে অস্ত্র থাকলে ঠিক আর রাম নবমীতে অস্ত্র থাকলেই ভুল!’ বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের