কেবল কারে আতঙ্ক! ঝাঁপিয়ে পড়ে হাড় ভাঙল দুই ভারতীয় ফুটবলারের

  • অল্পের জন্য রক্ষা পেলেন দুই ভারতীয় অনুর্ধ্ব ১৯ ফুটবলার
  • বর্তমানে তুরস্কে খেলছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ফুটবল দল
  • একদিনের ছুটি পেয়ে  অ্য়ামিউসমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন ফুটবলাররা
  • কেবল কারে উঠেই হয় বিপত্তি

amartya lahiri | Published : Jul 28, 2019 7:09 AM IST / Updated: Jul 28 2019, 12:40 PM IST

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ভারতীয় অনুর্ধ্ব ১৯ ফুটবলার। তুরস্কে এক কেবল কারে উঠে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে অনেক উপর থেকেই ঝাঁপ মেরেছিলেন তাঁরা। জানা গিয়েছে হাড়ে চিড় ধরা ছাড়া বিশেষ ক্ষতি হয়নি তাঁদের। সুস্থ হতে দিন পনেরো লাগবে।

বর্তমানে এএফসি অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি হিসেবে তুরস্কে খেলতে গিয়েছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ফুটবল দল। শনিবার কোচ ফ্লয়েড পিন্টো ফুটবলারদের একদিনের জন্য ছুটি দিয়েছিলেন। ছুটির দিনে টিম হোটেলের সঙ্গে লাগোয়া অ্য়ামিউসমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন ফুটবলাররা। কেবল কার বা রোপ ওয়েতে ওঠার পর থেকেই ভয় পাচ্ছিলেন ফুটবলাররা।

Latest Videos

মাঝপথে কেবল কারটি কিছুক্ষণ থেমে থাকে। উপরে ঝুলে থাকা অবস্থায় আতঙ্কে সেখান থেকে ঝাঁপ মারেন অনুর্ধ ১৯ দলের অধিনায়ক ও রক্ষণভাগের এক ফুটবলার। টিম ফিজিও অবশ্য জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তাদের পায়ের হাড়ে সামান্য চিড় ধরা ছাড়া তাঁদের অন্য অসুবিধা নেই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস জানিয়েছেন, ঘটনারক বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।  

তুরস্কে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারতের অনুর্ধ্ব ১৯ দল। ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত ২-১ গোলে পরাজিত হলেও পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ১ গোলে জয় পায় ভারত। এরপরের ম্যাচে ভারতের সামনে রয়েছে জর্ডন। সৌদি আরবে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশির ২০২০-এর যোগ্যতা অর্জন পর্বের খেলা।
 

 

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda