বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায় তাঁর উপর ৪-৫ জন লোক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর আঘাত নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে অন্য অসুস্থতাও আছে। তবে, তাঁর এই আঘাতের কারণ নিয়ে তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 'পরিকল্পিত হামলা'র অভিযোগ করা হলেও, বিজেপি নেতারা একে নাটক বলে বর্ণনা করেছেন। গেরুয়া শিবিরের দাবি, কেউই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেনি, সবটাই প্রচার পাওয়ার চেষ্টা।