'ধন্যবাদ' - ভিড়ে আপ্লুত মোদী, একনজরে দেখে নিন ব্রিগেড থেকে কী কী প্রতিশ্রুতি দিলেন

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা সমাপ্তের কিছু পরেই টুইট করে, কলকাতা ও পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানালেন তিনি। সেইসঙ্গে দৃঢ় গলায় জানালেন, এদিনের সভা দেখে তিনি বুঝে গিয়েছেন ভারতীয় জনতা পার্টিই এখন পশ্চিমবঙ্গবাসীর প্রথম পছন্দ। বস্তুত, রবিবারের সভার শুরু থেকেই ভিড় দেখে যে তিনি মুগ্ধ, তা ধরা পড়েছিল নরেন্দ্র মোদীর বক্তব্যেই। প্রথমেই তিনি দ্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন, 'রাজনৈতিক জীবনে প্রচুর জনসভায় ভাষণ দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার,কিন্তু এত বড় জনসমূহের আশীর্বাদ এই প্রথমবার পেলাম।' আসুন দেখে নেওয়া যাক সোনার বাংলা গড়ার ডাক দিয়ে ব্রিগেডের জনসভা থেকে কী কী বললেন নরেন্দ্র মোদী -

 

amartya lahiri | Published : Mar 7, 2021 1:12 PM IST / Updated: Mar 07 2021, 06:45 PM IST
114
'ধন্যবাদ' - ভিড়ে আপ্লুত মোদী, একনজরে দেখে নিন ব্রিগেড থেকে কী কী প্রতিশ্রুতি দিলেন

'আমার রাজনৈতিক জীবনে অনেক সভা দেখেছি, কিন্তু আজকের মতো এমন সভা আমি এর আগে দেখিনি। রাস্তায় মানুষের ঢল নেমেছে। ভিড় দেখে মনে হচ্ছে যেন আজকেই ২ মে।'

214

'বাংলা চায় শান্তি। বাংলা চায় পরিবর্তন। বাংলা কখনই পরিবর্তনের আশা ছাড়েনি। বাংলা চায় উন্নতি, বাংলা চায় প্রগতিশীল বাংলা, বাংলা চায় সোনার বাংলা।'

314

'আজ আমি আপনাদের আশ্বস্ত করছি, বাংলায় যে পরিবর্তন হবে তা হবে কৃষকদের জন্য, বাংলার মা-বোনেদের জন্য, শিল্পপতিদের জন্য, সবার জন্য। আর এই পরিবর্তনের জন্য আমি ২৪ ঘন্টা নিরলস কাজ করব। '

414

'আসল পরিবর্তন মানে এমন বাংলা, যেখানে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে। আসল পরিবর্তন মানে এমন  বাংলা, যেখানে একবিংশ শতাব্দীতে হ্রাস পাবে দারিদ্র্যসীমা।'

514

'কাউকে কাজের জন্য বাইরে যেতে হবে না। সর্বত্রই উন্নয়নে নজর দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের আটকানো হবে। বন্ধ করা হবে তোষণের রাজনীতি।'

614

'পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা আপনারা জানেন। সেই গণতন্ত্রকে বিজেপি সরকার আবার মজবুত করবে।'

714

'কলকাতাকে 'সিটি অফ জয়' বলা হয়। কিন্তু, আমরা কলকাতাকে 'সিটি অফ ফিউচার' করব।'

 

814

'এক সময় বামপন্থীরা স্লোগান তুলেছিল, কংগ্রেসের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। আজ আমি বামপন্থীদের কাছে জানতে চাই, সেই হাত আজ কীভাবে সাদা হয়ে গেল?'

914

'মমতাদিদি ক্ষমতায় এসেছিলেন মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে। কিন্তু বাংলায় কি সত্যিই পরিবর্তন হয়েছে? বাংলার স্কুল-কলেজের অবস্থার কোনও পরিবর্তন হয়েছে? যুব সমাজের কর্মসংস্থান হয়েছে? কোনও উদ্যোগপতি এসেছে? তাহলে কি সত্যিই পরিবর্তন হয়েছে?'

1014

'এখন দিদি বলছে, খেলা হবে। আমি জিজ্ঞেস করতে চাই কোন খেলাটা আপনি বাকি রেখেছেন? দুর্নীতি, সিন্ডিকেট - এমনকী আমফানে ক্ষতিগ্রস্তদের টাকাও আপনি মেরে দিয়েছেন।'

1114

'বাংলার সবার কাছে আমার অনুরোধ, আপনারা ভয় পাবেন না। ভয় মুক্ত হয়ে সবাই ভোট দিন। বাংলাকে দুর্নীতিমুক্ত করুন, বাংলাকে স্বাধীন করুন।'

1214

'আমি দিদিকে বহুদিন ধরে চিনি। ইনি সেই দিদি নন, যিনি বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এখন তো দিদির নিজের উপরও নিজের কন্ট্রোল নেই। দিদির রিমোট এখন অন্যের হাতে।

'

1314

আজ আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুনদা রয়েছেন তাঁর লড়াই সবার কাছে দৃষ্টান্ত।

1414

'এই ব্রিগেড থেকে আমি আসল পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা, শিল্প তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি।'

Share this Photo Gallery
click me!

Latest Videos