অবশেষে প্রতীক্ষার অবসান। ২৫ এপ্রিল থেকেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনার বাড়বাড়ন্তে ক্রমশ পিছিয়ে গিয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । কলকাতায় যে হারে করোনা বাড়ছিল তাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল চলচ্চিত্র উৎসব। তবে করোনার প্রকোপ করতেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হতে চলেছে। একাধিক দিনক্ষণ বাতিলের পর ২৫ এপ্রিল শুরু হচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । চলচ্চিত্র উৎসব উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোলের সাংসদ তথা অভিনেতার শত্রুঘ্ন সিনহা। সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ছবিটি দিয়েই অনুষ্ঠানেই শুভ সূচনা হবে। ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আগামী ১ লা মে পর্যন্ত চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে এবার আর নন্দন নয়, নজরুল মঞ্চেই ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হবে।