কালী- জি ফাইভের ওয়েবসিরিজ 'কালী' তে সম্পূর্ণ অন্য লুকে নজর কেড়েছেন পাওলি দাম। এটাই প্রথম ওয়েব সিরিজ, যেখানে পাওলি অভিনয় করেছেন। এই সিরিজটিতে অভিনয় করছেন পাওলি দাম, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়। এই সিরিজটির প্রযোজনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 'কালী' এমন এক সিরিজ,যেটা ক্লাইম্যাক্সের দিকে যতই এগোবে, ততই আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে।