গৌরবের সঙ্গে সম্পর্কে নেই তিক্ততা তবুও 'Tired' দেবলীনা, আসল কারণ খোলসা করলেন নিজেই

বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় আর জনপ্রিয় হট সেলেব কাপল নন, এখন তাঁদের পরিচয় জনপ্রিয় সেলেব দম্পতি। গত বছর শেষের দিকে বিয়ে হওয়ার পর থেকেই তাঁরা যেন আরও ভাইরাল হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তাঁদের বৈবাহিক জীবন নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। যদিও গৌরব এবং দেবলীনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তেমন পরিবর্তন আসেনি। 

Adrika Das | Published : Jan 31, 2021 4:12 PM
18
গৌরবের সঙ্গে সম্পর্কে নেই তিক্ততা তবুও 'Tired' দেবলীনা, আসল কারণ খোলসা করলেন নিজেই

আগে যেমন তাঁরা একে অপরকে নিয়ে নানা ছবি, ভিডিও পোস্ট করতেন। এখনও তাই করে চলেছেন। 

28

নিজেদের ছবি নিয়েও আলাদা আলাদা পোস্টও রয়েছে তাঁদের প্রোফাইলে। 

38

বিয়ের পর কিছুই বদলায়না, তা বুঝিয়ে দিচ্ছেন দেবলীনা এবং গৌরব। 

48


স্বামী হোক বা স্ত্রী, তাদের সম্পর্ক বিয়ের পরও একই রকমের অটুট থেকে যায়। 

58

নিন্দুকেরা যতই বলুক বিয়ের পরও যে ভালবাসা একই রকম থাকে তা দেবলীনা-গৌরবকে দেখে স্পষ্ট।

68

আগের মতই নিত্যদিনের আপডেট নিয়ে অ্যাক্টিভ দেবলীনা। সম্প্রতি সাজগোজ করে ছবি পোস্ট করলেন দেবলীনা।

78

যেখানে তাঁকে লাল রঙের শাড়িতে দেখা যাচ্ছে। নিজের বউভাতের দিন এভাবে সেজেছিলেন তিনি। সেই সাজে পোজ দিয়ে লিখেছেন, 'রঙ্গবতী পোজ'। 

88

এই পোজ ক্যামেরার সামনে দিতে দিতে তিনি ক্লান্ত। সে কথাই ক্যাপশনে লিখেছেন দেবলীনা। যদিও এই পোজে তাঁকে দেখতে সর্বদা ইচ্ছুক ভক্তরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos