শেষের পথে অভিশপ্ত ২০২০। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। বিনোদন ইন্ডাস্ট্রির জন্য এই বছরটি মোটেই সুখকর নয় তা সকলেরই জানা। গত বছরের শেষ থেকেও মহামারির দুর্দশা আজও কাটেনি। তবে আসন্ন বছর ২০২১ সবার যে কিছুটা হলেও ভাল কাটবে তারই আশায় আগাম বর্ষবরণে মাতলেন ওপার-এপার বাংলার বাঙালি অভিনেত্রী জয়া এহসান। কখনও পাউটিং, কখনও চুমু ছুড়ে বর্ষবরণ উদযাপনে ব্যস্ত ওপারবাংলার সুন্দরী, রইল কিছু ঝলক।