হট সেনসেশন রাইমা এবার 'চন্দ্রমুখী', কীসের নেশায় আসক্ত 'দেবদাস '

Published : Sep 09, 2020, 11:51 AM IST

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি বা মা মুনমুন সেনের কন্যা হিসেবে নয়,টলিউডে সম্পূর্ণ নিজের পরিচিতিতে প্রথম সারিতে নিজের জায়গা দখল করে নিয়েছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন । এবার  নয়া ভঙ্গিতে হাজির অভিনেত্রী। বইয়ের পাতার 'দেবদাস' এবার ওটিটি প্ল্যাটফর্মে।  ওয়েব সিরিজ 'দেবদাস'-এর অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে নেটদুনিয়ার হট সেনসেশন রাইমা সেন। সিনেমার সঙ্গে ওয়েবসিরিজে কোনও মিল নেই।  রয়েছে ভিন্ন এক রহস্যের গন্ধ। রহস্যে মোড়া 'দেবদাস'-এ আর কী কী চমক রয়েছে, জেনে নিন বিশদে।  

PREV
19
হট সেনসেশন রাইমা এবার 'চন্দ্রমুখী',  কীসের নেশায় আসক্ত 'দেবদাস '


পরিচালক দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ওয়েবসিরিজ  'দেবদাস ও একটি খুনের গল্প'। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে বঙ্গতনয়া রাইমা সেনকে।

29

সিনেমার সঙ্গে ওয়েবসিরিজে রয়েছে বিস্তর ফারাক। একবারে নয়া ফরম্যাটে আসতে চলেছে এই ওয়েব সিরিজ।

39


ওয়েব সিরিজে নামের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্যের গন্ধ। প্রেম, রোমাঞ্চ-রহস্যে পরিপূর্ণ এই সিরিজ।

49

দেবদাসের চরিত্রে দেখা যাবে টলি অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।

59

এবং পারো অর্থাৎ পার্বতীর চরিত্রে দেখা যাবে বাঙালি সেক্সবম্ব মধুমিতা সরকারকে।

69


রহস্যজনক এই দেবদাস সিরিজে  চন্দ্রমুখীর ভূমিকায় দেখা যাবে টলি সুন্দরী রাইমা সেনকে।

79


রহস্যজনক খুনের গল্প নিয়েই এগোবে ওয়েব সিরিজের গল্প। বই-এর পাতার সঙ্গে পুরোটাই আলাদা এই ওয়েবসিরিজ। 

89


এই দেবদাসের মধ্যেই রয়েছে নয়া চমক। যার কিনা মদ্যপানে আসক্তি নেই, তবে আসক্তি রয়েছে অন্য নেশায়। আর সেখানেই লুকিয়ে রহস্য।

99

কলকাতাতেই হবে ওয়েবের শুটিং। এছাড়া ডুয়ার্সেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে আউটডোরে কতটা শুটিং করা সম্ভব হবে, তা নিয়ে চিন্তা রয়েছে।

click me!

Recommended Stories